ডিজিটাল ডেস্ক, ১ মে: দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিজেপি নেতা দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সস্ত্রীক তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই দলের অন্দরেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। বহু নেতা, কর্মী এবং সমর্থক প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, শুরু হয়েছে দিলীপ ঘোষের দলবদলের জল্পনাও।
এই বিতর্কের মাঝেই দিঘা থেকে মুখ খুলেছেন দিলীপ। কাউকে সরাসরি নাম না করলেও, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ সৌমিত্র খাঁ-সহ একাধিক নেতাকে কটাক্ষ করে বলেন, “মমতার আঁচলের তলায় থেকে বড় হয়ে আজ আমায় বিজেপি শেখাচ্ছে।” তিনি স্পষ্ট জানান, “রাজনীতি ছেড়ে দিতে পারি, কিন্তু বিজেপি ছাড়ব না।”
বৃহস্পতিবারও দিঘাতেই ছিলেন দিলীপ ঘোষ। সেখান থেকেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বলেন, “কাল আমি জগন্নাথ মন্দির উদ্বোধন করতে এসেছিলাম। এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, তবে ভগবানকে বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত। অদ্ভুত বিষয়, আমি কেন ভগবানের কাছে এসেছি, তা নিয়ে প্রশ্ন উঠছে! আমি ছোট থেকেই ভগবানের নামে কাজ করি। আমার বিশ্বাস, মন্দির যেই তৈরি করুক, ভগবান সবার।” এরপর তিনি বলেন, “পশ্চিমবঙ্গে সবকিছুতেই রাজনীতি চলে আসে।”
তিনি আরও জানান, “আমার দলের কিছু কর্মী খুব কষ্ট পাচ্ছেন দেখে মনে হচ্ছে। তাঁরা ভাবছেন, সুইসাইড করবেন কি না। আমি বলছি, বিজেপি করতে হলে হতাশা পোষণ করা চলবে না। চোখের জল ফেলবেন না। আমরা রক্ত দিয়ে এই দলটিকে বাংলায় এই জায়গায় এনেছি। বিজেপির কর্মীরা ভয় পায় না, সন্দেহ করে না। যেদিন থেকে এসব চিন্তা দলে ঢুকেছে, সেদিন থেকেই আমরা পিছিয়ে যাচ্ছি।”
এরপরই নাম না করে শুভেন্দু অধিকারীকে একহাত নেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার সাহস কারো নেই। আমাকে হিন্দুত্ব শেখাতে আসবেন না। যারা বড় বড় কথা বলছেন, তাঁরা মমতার আঁচলের তলায় থেকে বড় হয়েছেন!” সৌমিত্র খাঁকেও একহাত নিয়ে তিনি বলেন, “যারা চারটি গার্লফ্রেন্ড রাখে, রাতের জীবন একরকম আর দিনের জীবন অন্যরকম, তারা দিলীপ ঘোষকে ভোগী বলছে! মানুষ জানে, দিলীপ ঘোষ আসলে কী।”
দলের নেতাদের সমালোচনা করলেও দিলীপ ঘোষ স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি বিজেপিতে ছিলেন, আছেন এবং থাকবেন। কিছু মানুষ তাঁকে সরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করে তিনি বলেন, “তাদের লাভ হবে না।” কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “ভয় পাবেন না।”
প্রসঙ্গত দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি রাজনীতি ছাড়তে পারেন, তবে বিজেপি ছাড়বেন না। বৃহস্পতিবার সকালে দিঘায় প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে তিনি এই কথা বলেন। বুধবার রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে অংশ নেওয়ার পর দলের মধ্যে আক্রমণের মুখে পড়েন দিলীপ। সেই প্রেক্ষাপটে তিনি পাল্টা আক্রমণ করেন দলের কিছু নেতার বিরুদ্ধে। নাম না করেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে তিনি বলেন, “যারা ‘মমতার আঁচলের ছায়ায়’ বড় হয়ে বিজেপিতে এসে খেতে বসেছেন, তাঁদের থেকে তিনি বিজেপি করা শিখবেন না।” তিনি আরও বলেন, তাঁর দলের নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘রাজনৈতিক সৌজন্য’র কথা মনে করিয়ে দেন।
বুধবার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। রাজ্যের বিরোধী দলনেতাদের মধ্যে তিনি একমাত্র সেখানে উপস্থিত ছিলেন। এর পরেই বিজেপির কিছু নেতা তাকে কটাক্ষ করতে শুরু করেন, যার মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ছিলেন। শুভেন্দু এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, তিনি কারো ‘ব্যক্তিগত বিষয়’ নিয়ে কিছু বলতে চান না।
ওই দিন জগন্নাথ মন্দির উদ্বোধনের পাশাপাশি কাঁথিতে ‘সনাতনী সমাবেশ’ করেছিলেন শুভেন্দু। সেখানে উপস্থিত না হয়ে দিঘায় গিয়ে মন্দির উদ্বোধন করার জন্য দিলীপকে লক্ষ্য করে শুভেন্দু বলেন, “কারো ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, চলার ধরন, কাজের ধরন, প্রেম-প্রীতি-ভালবাসা, রাগ-বিরহ-দহন—এ সবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না।”
Comments are closed.