হার্ভার্ডকে আর কর ছাড় নয়, অনুদান বন্ধের পরে এবার বড়সড় কোপ ট্রাম্পের

11

ডিজিটাল ডেস্ক, ২ মে: ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বড় ধাক্কা খেল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। অনুদান বন্ধ করার পর এবার করছাড়ের সুবিধাও প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার এক বিবৃতিতে তিনি জানান, হার্ভার্ড-সহ একাধিক বিশ্ববিদ্যালয়কে এবার থেকে কর দিতে হবে। এই পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের একাধিক বিভাগের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে হার্ভার্ড কর্তৃপক্ষ।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্পষ্ট বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প— “হার্ভার্ডের করছাড়ের মর্যাদা আমরা তুলে নিচ্ছি। ওদের এটাই প্রাপ্য।” প্যালেস্টিনে হামলার প্রতিবাদে আমেরিকার একাধিক বিশ্ববিদ্যালয়ে ইজরায়েল-বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই ক্ষুব্ধ ইজরায়েল-সমর্থক ট্রাম্প। ‘ইহুদি বিদ্বেষ’ প্রচারের অভিযোগ তুলে তাঁর প্রশাসন একাধিক কঠোর নির্দেশ জারি করে। বিশ্ববিদ্যালয়গুলিকে পাঠানো হয় দশ দফা নির্দেশিকা, যা হার্ভার্ড সাফ প্রত্যাখ্যান করে।

এই বিরোধের জেরে শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ মানতে নারাজ হার্ভার্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করে প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় প্রায় ২০০ কোটি টাকার অনুদান। বিজ্ঞান ও গবেষণার বহু প্রকল্পও থামিয়ে দেওয়া হয় শিক্ষা দপ্তরের নোটিসে। এবার সেই তালিকায় যুক্ত হল করছাড় সুবিধা বাতিলের সিদ্ধান্ত। মার্কিন আইনে জনস্বার্থে কাজ করা প্রতিষ্ঠানগুলি করমুক্ত সুবিধা পেয়ে থাকে। হার্ভার্ড এতদিন সেই তালিকার অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, এবার তাদেরও আয়কর দিতে হবে। এখন নজর, হার্ভার্ড কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়।

দ্বিতীয় দফায় ক্ষমতায় ফিরে একের পর এক চরমপন্থী সিদ্ধান্তে সই করছেন ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট জানিয়ে দিয়েছেন— জন্মসূত্রে আর কেউ সহজে মার্কিন নাগরিকত্ব পাবে না। এই সিদ্ধান্তকে ঘিরে আদালতের কড়া ভর্ৎসনার মুখেও পড়েছেন তিনি, চলছে একাধিক মামলা। তবে এখানেই থেমে থাকেননি ট্রাম্প। স্বাস্থ্য খাতে অনুদান ছাঁটাই থেকে শুরু করে মানবিক সহায়তা পাঠানোতেও লাগাম টেনেছেন। সবথেকে আলোচিত হচ্ছে তাঁর নতুন শুল্কনীতি, যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যের উপর।

ট্রাম্পের এই একগুঁয়ে পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধীরা। এই পরিস্থিতিতে ফের বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অনুদান বন্ধ ও করছাড় সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রাজনৈতিক টানাপড়েন।

Comments are closed.