ডিজিটাল ডেস্ক, ৩ মে: পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিরা বিমানে করে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় পৌঁছেছে বলে গোয়েন্দা সূত্রে খবর মিলেছে। এই তথ্য সামনে আসতেই সতর্কতা জারি করা হয়েছে কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে শুরু হয়েছে তল্লাশি অভিযান ও নজরদারি। নিরাপত্তা সংস্থাগুলি সম্ভাব্য জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কায় বিমানবন্দরের প্রতিটি দিক খতিয়ে দেখছে।
ভারতের গোয়েন্দা সূত্রে জানা গেছে, পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিরা চেন্নাই থেকে বিমানে করে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো পৌঁছেছে। এই তথ্য হাতে আসার পরই কলম্বো প্রশাসনকে সতর্ক করা হয়। জঙ্গিদের উপস্থিতির সন্দেহে, বিমানটি বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পরপরই শুরু হয় তল্লাশি অভিযান। নিরাপত্তা সংস্থাগুলি গোটা এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে।
শ্রীলঙ্কার বিমান সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার দুপুর ১১টা ৫৯ মিনিটে চেন্নাই থেকে একটি ফ্লাইট (ইউএল ১২২) কলম্বোর বান্দারানায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ‘চেন্নাই এরিয়া কন্ট্রোল সেন্টার’ থেকে সতর্কবার্তা আসে, ওই বিমানে কোনও জঙ্গি লুকিয়ে থাকতে পারে। সেই খবর পাওয়ার পরই বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা সংশ্লিষ্ট ফ্লাইটে তল্লাশি অভিযান চালান। তবে শেষ পর্যন্ত কোনও সন্দেহভাজন ব্যক্তির খোঁজ মেলেনি বলে জানা গেছে।
শ্রীলঙ্কার বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ‘চেন্নাই এরিয়া কন্ট্রোল সেন্টার’ থেকে সতর্কবার্তা দেওয়া হয় যে, ভারতের ‘ওয়ান্টেড’ তালিকায় থাকা এক সন্দেহভাজন ব্যক্তি ওই বিমানে থাকতে পারে। এই তথ্য পাওয়ার পরই স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিমানবন্দরে তল্লাশি অভিযান চালায় শ্রীলঙ্কার নিরাপত্তাবাহিনী।
পরবর্তীতে সংস্থাটি আরও জানায়, তল্লাশির কাজ সম্পন্ন হওয়ার পর বিমানটি পরবর্তী উড়ানের জন্য প্রস্তুত করা হয় এবং নির্ধারিত সময়ের কিছুটা বিলম্বে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই হামলার পিছনে লশকর-ই-তইবার হাত রয়েছে। তবে হামলাকারী জঙ্গিরা এখনও পলাতক। তাদের খোঁজে দক্ষিণ কাশ্মীর জুড়ে তল্লাশি চলছে। সেই সঙ্গে ভারত-পাক সীমান্তে নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
Comments are closed.