BSF Arrested Pak Rangers : ভেস্তে গেল অনুপ্রবেশের চেষ্টা! রাজস্থানে বিএসএফের হাতে আটক পাক রেঞ্জার্স

14

ডিজিটাল ডেস্ক, ৪ মে: রাজস্থানে ভারত-পাক সীমান্তে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে ধরা পড়েছেন এক পাকিস্তানি রেঞ্জার (BSF Arrested Pak Rangers)। অভিযোগ, সীমান্ত লঙ্ঘন করে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন ওই পাক জওয়ান। ঠিক তখনই তাঁকে গ্রেফতার করে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী। প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে পাকিস্তানের হেফাজতে রয়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা ও বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। এই প্রেক্ষাপটে পাকিস্তানি রেঞ্জারের গ্রেফতারিকে কূটনৈতিক দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়েন অভিযুক্ত পাক জওয়ান। শুধু অনুপ্রবেশই নয়, তিনি বিএসএফ জওয়ানদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএসএফ তাঁকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে। এই ঘটনা পাকিস্তানে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। সূত্রের খবর, শনিবারই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়, যেখানে পাকিস্তান তাদের জওয়ানের মুক্তির দাবি তোলে। তবে বিএসএফ সেই দাবিকে গুরুত্ব দেয়নি।

পহেলগাঁও জঙ্গি হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। হামলার পিছনে পাকিস্তানের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে বলেই গোয়েন্দা তথ্য থেকে স্পষ্ট হয়ে উঠেছে। এমন এক টানাপোড়েনের আবহে, প্রায় এক সপ্তাহ আগে ভুলবশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন পশ্চিমবঙ্গের বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। তাঁকে গ্রেফতার করে পাকিস্তান সেনা। পূর্ণমকে ছাড়াতে দুই দেশের মধ্যে একাধিকবার ফ্ল্যাগ মিটিং হলেও, এখনও পর্যন্ত তাঁর মুক্তিতে সায় দেয়নি পাকিস্তান। এতে চরম উদ্বেগে রয়েছেন পূর্ণমের পরিবার। স্বামীর খোঁজে সম্প্রতি পাঠানকোট পর্যন্ত ছুটে যান তাঁর স্ত্রী রজনী। সেখান থেকে বিএসএফ তাঁকে আশ্বস্ত করেছে, খুব শীঘ্রই পূর্ণমকে সুস্থ ও নিরাপদ অবস্থায় দেশে ফিরিয়ে আনা হবে। ঠিক এই সময়েই, বিএসএফের হাতে ধরা পড়লেন এক পাক রেঞ্জার, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

উল্লেখযোগ্য বিষয় হল, সেনা বা সাধারণ নাগরিকদের ভুলবশত সীমান্ত অতিক্রম করা নতুন কিছু নয়। এমন পরিস্থিতিতে সামরিক প্রোটোকল অনুসারে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফিরিয়ে দেওয়াই আন্তর্জাতিক রীতি। তবে পহেলগাঁও হামলার উত্তপ্ত প্রেক্ষাপটে সেই নিয়ম ভেঙে পশ্চিমবঙ্গের বিএসএফ জওয়ান পূর্ণম সাউয়ের মুক্তি আটকে দিয়েছে পাকিস্তান। এবার সেই একই পরিস্থিতিতে নিজেদেরই পাতা ফাঁদে পা দিয়ে বিপাকে পড়েছে পাকিস্তান, কারণ বিএসএফের হাতে গ্রেফতার হয়েছে এক পাক রেঞ্জার।

Comments are closed.