Amritsar Police Arrested 2 Pak Spy : ফের ভেস্তে গেল পাক ষড়যন্ত্র! অমৃতসরে পাকড়াও দুই পাকিস্তানি চর

9

ডিজিটাল ডেস্ক, ৪ মে: পহেলগাঁও হামলার উত্তপ্ত আবহে পাক গুপ্তচর সন্দেহে অমৃতসর থেকে দু’জনকে গ্রেফতার করল পুলিশ (Amritsar Police Arrested 2 Pak Spy)। ধৃতদের নাম শের মসীহ ও সুরোজ মসীহ। গোপন সূত্রের ভিত্তিতে শনিবার তাদের অমৃতসর থেকে আটক করা হয়। অভিযোগ, ওই দু’জন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-কে অমৃতসরে অবস্থিত ভারতীয় সেনা ছাউনি ও বায়ুসেনা ঘাঁটির একাধিক স্থানের ছবি তুলে পাচার করছিল। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচরবৃত্তির ধারায় মামলা রুজু হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সাধারণ মানুষের মধ্যে মিশে থাকত এবং সুযোগ বুঝে বিভিন্ন স্পর্শকাতর জায়গার ছবি তুলে তা পাকিস্তানে পাচার করত। গোয়েন্দাদের তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা এই গুপ্তচরবৃত্তি চালিয়ে আসছিল। এর ফলে তদন্তকারী কর্মকর্তাদের উদ্বেগ বেড়ে গেছে, কারণ এটি দেশের নিরাপত্তার জন্য বড় বিপদ সৃষ্টি করতে পারে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত পলক ও সুরজের সরাসরি যোগাযোগ ছিল অমৃতসর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি হরপ্রীত সিং ওরফে হ্যাপির সঙ্গে। পুলিশ সূত্রে খবর, ভারতীয় সেনার একাধিক গোপন ঘাঁটি ও স্পর্শকাতর স্থানের ছবি তুলত তারা, যা পরে পাঠিয়ে দেওয়া হতো পাকিস্তানে। গোয়েন্দাদের মতে, এটি একটি সুপরিকল্পিত গুপ্তচরচক্রের অংশ। উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগেই রাজস্থান থেকে পাঠান খান নামে এক ব্যক্তিকেও পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রেফতার করেছিল পুলিশ।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ২৫ জন পর্যটকসহ মোট ২৬ জনের মৃত্যু হয়। এর পর থেকেই সেনা উপত্যকাজুড়ে সন্ত্রাসবাদীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে। এই পরিস্থিতিতে গোয়েন্দাদের আশঙ্কা, জঙ্গিরা দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালাতে পারে। এর ফলস্বরূপ, বেশ কিছু স্থানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এর মধ্যে, অমৃতসর থেকে দুই পাক গুপ্তচরের গ্রেফতারি গোয়েন্দাদের চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে, কারণ এটি আরও জটিল পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

Comments are closed.