Rongali Bihu 2025 in Kolkata : কলকাতায় রঙালী বিহু উৎসব ২০২৫, অসমিয়া ঐতিহ্য, সম্প্রীতির এক আনন্দময় উদযাপন
ডিজিটাল ডেস্ক, ৪ মে: কলকাতা অসমিয়া সাংস্কৃতিক সংস্থা-এর (Kolkata Assamese Cultural Association) উদ্যোগে সংস্কৃতি, সম্প্রদায়ের এক অসাধারণ উদযাপন হয় এই অনুষ্ঠানে। অসম থেকে অতিথিরা এসেছেন এই অনুষ্ঠানে অংশ নিতে। প্রতিবছর এই অনুষ্ঠান কলকাতার মধুসূদন মঞ্চে অনুষ্ঠিত হয়। ২০০৮ সাল থেকে কলকাতায় শুরু হয়েছে এই উৎসব।
অসমের জাতীয় উৎসব বিহু। আমরা জানি নানান অঙ্গে এই এই উৎসব উদযাপন করেন অসমের মানুষরা। এই বিহুরই একপ্রকার হল রঙালী বিহু। অসমে মহা সমারহে পালিত হয় এই উৎসব। এখানেও একইভাবে পালন করা হয় এই উৎসব।
শুরুতে খোলা প্রাঙ্গনে মধুসূদন মঞ্চের বাইরে মুকলি বিহুর আয়োজন করা হয়। পরিচালনার দায়িত্বে ছিলেন জয়া শীল ঘোষ। তারপরে একের পর এক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রেক্ষাগৃহের ভেতরে মঞ্চের ওপরে।

শুরুতেই মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের সম্মানিত করা হয়। এরপর আরও অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মধ্যে ছিল বিহু নৃত্য পরিবেশনা। অসম থেকে একটি গানের ব্যান্ডও এসেছিল। তারাও এখানে পরিবেশনা করেছেন।
এই বছর রঙালি বিহুর প্রাণধারা জেগে উঠেছিল এক প্রাণবন্ত ও আনন্দঘন উৎসবের মধ্য দিয়ে, যা সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসমিয়া সম্প্রদায়ের মানুষ ও শুভানুধ্যায়ীরা একত্রিত করেছিল। এই অনুষ্ঠান ছিল ঐতিহ্য, সাংস্কৃতিক পরিবেশনা ও রন্ধন ঐতিহ্যের এক রঙিন মিশেল—যা শুধু অসমিয়া নববর্ষকেই চিহ্নিত করেনি, বরং সম্প্রদায়ের ঐক্য, বৈচিত্র্য ও আনন্দের মূল্যবোধকেও উদযাপন করেছে।
অনুষ্ঠানটি শুরু হওয়ার মুহূর্ত থেকেই স্পষ্ট ছিল, এবারের বিহু উৎসব হবে স্মরণীয় এক উদযাপন।
Comments are closed.