Mamata Banerjee in Murshidabad : মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

10

ডিজিটাল ডেস্ক, ৫ মে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ, সোমবার থেকে শুরু করছেন তাঁর তিনদিনের মুর্শিদাবাদ সফর (Mamata Banerjee in Murshidabad)। মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, রয়েছে একগুচ্ছ কর্মসূচি। সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি বহরমপুরে পৌঁছবেন, যেখানে তাঁর একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক নির্ধারিত রয়েছে। আজ সারাদিনের কর্মসূচি শেষে তিনি সার্কিট হাউসে রাত্রিবাস করবেন।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী সামশেরগঞ্জ সফরে যাবেন। সম্প্রতি ধুলিয়ানে যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছে, তার পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতেই তাঁর এই সফর। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তিনি এলাকাবাসীর মধ্যে আস্থা ও ভরসা জোগাতে চান। ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে আর্থিক সাহায্য, ক্ষতিপূরণসহ নানা উদ্যোগ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের সঙ্গে এই বিষয়ে পর্যালোচনা বৈঠক করবেন।

সেদিনই তিনি সুতির ছাবঘাটি ময়দানে এক জনসভায় বক্তব্য রাখবেন। ওই সভা থেকে একাধিক সরকারি পরিষেবা প্রদান, প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে।

সব কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুধবার কলকাতায় ফেরার কথা রয়েছে।

গত মাসে ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে যে বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়েছিল, তা দ্রুত নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া পদক্ষেপ নিয়েছিলেন। তিনি রাজ্য পুলিশের ডিজি-সহ শীর্ষ কর্তাদের সরাসরি ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেন এবং স্পষ্ট জানান, কোনওভাবেই অপরাধীদের ছাড় দেওয়া যাবে না। তাঁর নির্দেশ মেনে এলাকায় ধরপাকড়ের অভিযান চালানো হচ্ছে।

একইসঙ্গে, দায়িত্বে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট পুলিশকর্তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরের আগে সামশেরগঞ্জ থানার ওসি ও এসআই-কে সাসপেন্ড করা হয়েছে। এলাকাজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।

গত মাসে ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে যে বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়েছিল, তা দ্রুত নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া পদক্ষেপ নিয়েছিলেন। তিনি রাজ্য পুলিশের ডিজি-সহ শীর্ষ কর্তাদের সরাসরি ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেন এবং স্পষ্ট জানান, কোনওভাবেই অপরাধীদের ছাড় দেওয়া যাবে না। তাঁর নির্দেশ মেনে এলাকায় ধরপাকড়ের অভিযান চালানো হচ্ছে।

একইসঙ্গে, দায়িত্বে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট পুলিশকর্তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরের আগে সামশেরগঞ্জ থানার ওসি ও এসআই-কে সাসপেন্ড করা হয়েছে। এলাকাজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।

Comments are closed.