India Pakistan News : টানা ১১ দিন, বিনা প্ররোচনায় ফের নিয়ন্ত্রণরেখায় গুলি পাকিস্তানের, কড়া জবাব ভারতের
ডিজিটাল ডেস্ক, ৫ মে: সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে রবিবার রাতেও নিয়ন্ত্রণ রেখা বরাবর এলোপাথাড়ি গুলিবর্ষণ চালায় পাকিস্তানি সেনা। পরপর ১১ দিন ধরে বিনা প্ররোচনায় জম্মু ও কাশ্মীরের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় এই গুলি চালানোর ঘটনা ঘটছে (India Pakistan News)। কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নৌসেরা, সুন্দেরবনি এবং আখনুরে ভারতীয় সেনা ছাউনিগুলিকে লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে গুলি ছোঁড়া হয়।
পাক সেনার এই একতরফা ও কাপুরুষোচিত হামলার কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা। নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা ক্রমেই বাড়ছে, এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখছে সেনাবাহিনী।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। পাশাপাশি, দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিতসহ আরও বেশ কিছু কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এই ঘটনার পর থেকেই সীমান্তে উত্তেজনা তীব্রতর হয়েছে। ২২ এপ্রিলের হামলার পর ২৪ এপ্রিল থেকে নিয়মিতভাবে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। কুপওয়াড়া, আখনুর, বারামুলা-সহ একাধিক সেক্টরে দফায় দফায় চলছে গুলিবর্ষণ। প্রতিটি ঘটনায়ই পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনা, সঠিক সময়েই পালটা আঘাত হেনেছে তারা।
পাকিস্তানের পক্ষ থেকে লাগাতার গুলিবর্ষণের ঘটনায় ওয়াকিবহাল মহলের ধারণা, উপত্যকায় সেনা অভিযান জোরদার হওয়ার পর জঙ্গিদের নিরাপদে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ফিরিয়ে নিতেই এই পরিকল্পিত কৌশল নিয়েছে পাক সেনা। সীমান্তে ভারতীয় সেনাকে গোলাগুলিতে ব্যস্ত রেখে, সেই সুযোগে জঙ্গিদের নিয়ন্ত্রণরেখা পার করে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে। তবে এই সম্ভাবনা মাথায় রেখেই সতর্ক রয়েছে ভারতীয় সেনা, সীমান্তে নজরদারি এবং প্রতিরক্ষা আরও জোরদার করা হয়েছে।
Comments are closed.