Bangladesh Chinmoy Prabhu : ফের বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু

13

ডিজিটাল ডেস্ক, ৫ মে: ইউনুস সরকারের হিন্দু নির্যাতন ও বিচারের নামে প্রহসন এক নতুন মাত্রা অর্জন করেছে! এবার, জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যিনি চিন্ময় প্রভু নামেও পরিচিত, তাকে হত্যার মামলায় গ্রেপ্তার করা হয়েছে (Bangladesh Chinmoy Prabhu)। তাঁর জামিন স্থগিত সংক্রান্ত মামলার শুনানি ঢাকার সুপ্রিম কোর্টে হওয়ার কথা ছিল। তবে তার আগেই সোমবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার মামলায় চিন্ময় প্রভুকে গ্রেপ্তারির নির্দেশ দিয়েছেন।

এর ফলে, রাষ্ট্রদ্রোহ মামলার পাশাপাশি এখন আইনজীবী সাইফুল ইসলামের হত্যার অভিযোগে বাংলাদেশে সম্মিলিত হিন্দু জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় প্রভু গ্রেপ্তার হয়েছেন। আগামীদিনে এই মামলার শুনানি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে, এবং প্রথম ভার্চুয়াল শুনানি মঙ্গলবারই হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার, চিন্ময় প্রভুর হত্যামামলায় গ্রেপ্তারির অনুমতির বিষয়ে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত নিয়ে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আইনজীবী আলিফ খুনের মামলায় পুলিশের আবেদন অনুযায়ী সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন বিচারক। তবে নিরাপত্তার কারণে তাঁকে সরাসরি আদালতে হাজির করা হবে না। তাকে জেল থেকে ভার্চুয়ালি হাজির করা হবে এবং আদালতে শুনানি চলবে।

চিন্ময় দাসের বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালি থানায় দায়ের হওয়া চারটি মামলার মধ্যে অন্যতম হল আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যা মামলা। অন্য তিনটি মামলা ছিল পুলিশ ও আইনজীবীদের ওপর হামলা, বিচারকাজে বাধা সৃষ্টি এবং আদালত এলাকায় বিশৃঙ্খলা তৈরি করার অভিযোগে। জানা গেছে, বাকি তিন মামলার শুনানি আগামী ৬ মে, মঙ্গলবার হতে পারে।

উল্লেখযোগ্যভাবে, গত ৩০ এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ থেকে প্রাথমিকভাবে চিন্ময় প্রভুর জামিন মঞ্জুর হয়েছিল। তবে সেই রায়ের পরপরই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিন স্থগিতের আবেদন নিয়ে অন্য এক বিচারপতির এজলাসে যান এবং তাদের আবেদনে জামিন স্থগিত হয়ে যায়। ফলে চিন্ময় প্রভুকে আবারও চট্টগ্রামের জেলে ফিরে যেতে হয়।

এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা ছিল রবিবার, কিন্তু এক বর্ষীয়ান আইনজীবীর মৃত্যুর কারণে তা স্থগিত হয়ে যায়। ঠিক পরদিন, সোমবার, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

ওয়াকিবহাল মহলের মতে, এই ধারাবাহিক ঘটনা কোনও কাকতাল নয়, বরং ইউনুস সরকারের প্রত্যক্ষ মদতে চিন্ময় প্রভুকে জেলে আটকে রাখার পরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ।

Comments are closed.