Supreme Court Waqf Law : ওয়াকফ নিয়ে নির্দেশিকা দিল না সুপ্রিম কোর্ট, মামলা শুনলেন না প্রধান বিচারপতি!

11

ডিজিটাল ডেস্ক, ৫ মে: সংশোধিত ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল। সোমবার ছিল এই হাই-ভোল্টেজ মামলার শুনানি। গোটা দেশের নজর ছিল এই প্রশ্নে—শীর্ষ আদালত কি সংশোধিত আইনের কিছু নির্দিষ্ট ধারায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করবে? তবে আপাতত, কেন্দ্রের আর্জি মেনে সুপ্রিম কোর্ট কোনও অন্তর্বর্তী নির্দেশিকা জারি করেনি (Supreme Court Waqf Law)। বিচারপতিদের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে, পূর্ণাঙ্গ শুনানির পরেই ওয়াকফ আইন সংক্রান্ত বিষয়ে আদালত রায় দেবে। এই প্রেক্ষিতে মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে ১৫ মে। সেই শুনানি হবে সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে।

সোমবার ওয়াকফ সংশোধনী মামলা শুনানির জন্য উঠেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে। সংক্ষিপ্ত শুনানিতে প্রধান বিচারপতি স্পষ্ট জানান, সংশোধিত ওয়াকফ আইন সম্পর্কে কোনও নির্দেশিকা বা অন্তর্বর্তী আদেশ দেওয়ার আগে মামলার বিস্তারিত শুনানি ও পর্যবেক্ষণ প্রয়োজন।

তিনি আরও বলেন, যেহেতু তিনি ১৩ মে অবসর গ্রহণ করবেন, তাই মামলাটির পরবর্তী শুনানি হবে ১৫ মে, নতুন প্রধান বিচারপতি বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে। বিচারপতি খান্না মন্তব্য করেন, “দুটো কথা বলার আছে। আমি কোনও রায় বা অন্তর্বর্তী নির্দেশ দিতে চাই না। এই মামলাটি যথাযথ দিনেই শোনা উচিত। কারণ, এটি আর আমার বেঞ্চে থাকবে না। আমি এটি বিচারপতি গাভাইয়ের বেঞ্চে পাঠাচ্ছি।”

Comments are closed.