Calcutta High Court Rooftop Restaurant : আপাতত স্বস্তি! রুফটপ রেস্তোরাঁ ভাঙার নির্দেশিকায় হাইকোর্টের স্থগিতাদশ

11

দেবিকা মজুমদারের কলমে

কলকাতা, ৫ মে: কলকাতার সব রুফটপ রেস্তোরাঁ ভাঙার কেএমসির নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court Rooftop Restaurant )। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। ততদিন এই নির্দেশিকার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রেস্তোরাঁ গুলোর ওপর কোনও করা পদক্ষেপ নিতে পারবে না বলে কেএমসিকে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্তর।

শহর কলকাতার রুফটপ রেস্তোরাঁগুলি ভাঙার কলকাতা কর্পোরেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হোটেলিয়ার্স এসোসিয়েশন। কেএমসির রুফটপ রেস্তোরাঁগুলি ভাঙার নোটিশের ভিত্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা।

আদালতে আবেদনকারীদের আইনজীবী জানান তাদের ফায়ার লাইসেন্স আছে। একটা হোটেলে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় পর সব হোটেল এর ক্ষেত্রে এই নোটিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। প্রায় প্রতিদিন কেএমসি থেকে লোক আসছে, পুলিশ ও আসছে। তারা অপরাধী নন, তাও হেনস্থার স্বীকার হচ্ছেন তারা।

আবেদনকারীদের আইনজীবীর আরও জানান পুরো জায়গাটা ভেঙে ফেলা হয়েছে। এটা ৪০১-এর নোটিশের ভিত্তিতে ভেঙে ফেলা হয়েছে। অন্তর্বতী সুরক্ষা চাইছেন তারা। ইলেকট্রিক কানেকশন কেটে দেওয়া হয়েছে। পুরসভার নির্দেশ অনুযায়ী রুফটপ কোনো রেস্তোরাঁ চালানো যাবে না। শুধু মাত্র মুখ্যমন্ত্রী এসে দেখিয়েছেন এবং তার পরে ভাঙ্গা শুরু হয়েছে। তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ করার চেষ্টা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না বলে দাবি আইনজীবীর।

বিচারপতি এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন করেন আপনাদের ফায়ার লাইসেন্স রয়েছে বলছেন কিন্তু বাকি সব লাইসেন্স রয়েছে কি? জবাবে তাদের সব লাইসেন্স রয়েছে। এখানে কেন এই রেস্তোরাঁকে টার্গেট করা হয়েছে শুধু সেটা বলার চেষ্টা করা হচ্ছে। তাদের অন্তত ১৫ দিনের নোটিশ দেওয়া উচিৎ ছিল। এভাবে পুলিশ নিয়ে এসে সরাসরি তাদের ফার্নিচার ভাঙ্গা হয়েছে কেন বলে প্রশ্ন তোলেন আইনজীবী।

এদিন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এখানে যা পরিস্থিতি ছিল সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন আদালত বলছে না আপনারা পদক্ষেপ নিতে পারবেন না কিন্তু আপনারা ভাঙচুর করতে পারেন না। বিচারপতি এর পরেই জানান বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। বৃহস্পতিবার পর্যন্ত প্রশাস কোনও পদক্ষেপ নিতে পারবে না বলে জানানো হয়েছে আদালতের তরফে।

Comments are closed.