Putin Talks with Modi : ভারতের পাশে রাশিয়া, পহেলগাঁও আবহে মোদিকে ফোনে বার্তা পুতিনের

11

ডিজিটাল ডেস্ক, ৫ মে: পহেলগাঁও হামলার প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin Talks with Modi) । সোমবার দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, পুতিন পহেলগাঁওয়ে নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে রাশিয়ার ‘পূর্ণ সমর্থন’-এর আশ্বাস দিয়েছেন।

দুই দেশের রাষ্ট্রপ্রধানের ফোনালাপ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রানধীর জয়সওয়াল ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্টে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০তম বার্ষিকী উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে, তিনি ভারতে আসন্ন বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য পুতিনকে আমন্ত্রণও জানিয়েছেন।

এদিকে, সোমবার যখন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ পহেলগাঁও হামলা নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসে, ঠিক সেই সময়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, পুতিন এই নির্মম হামলায় নিরীহ মানুষের প্রাণহানিতে গভীর শোকপ্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রী মোদিকে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “এই হামলার দোষীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।”

পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক-সহ ২৬ জনের মর্মান্তিক মৃত্যুর জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক চরম অবনতির পথে। সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতে সক্রিয় ভূমিকা নিচ্ছে দিল্লি। সেই উদ্যোগে সমর্থন জানিয়ে, সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের পাশে থাকার বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Comments are closed.