Assam University : ফের বিতর্কে আসাম বিশ্ববিদ্যালয়ফের বিতর্কে আসাম বিশ্ববিদ্যালয়। ফের অধ্যাপকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ। ঘটনায় উত্তপ্ত আসাম বিশ্ববিদ্যালয়।
এবার যৌন নির্যাতনের অভিযোগ উত্থাপিত হল আসাম বিশ্ববিদ্যালয়ের সোসিয়্যাল ওয়ার্ক বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ছাত্রীদের অশ্লীল ইঙ্গিত দিচ্ছিলেন ওই অধ্যাপক। যৌন নির্যাতনেরও শিকার হয়েছে এক ছাত্রী।
এই অভিযোগ এনে আসাম বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে অধ্যাপক অজিতকুমার জানার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত অধ্যাপকের গ্রেফতারির দাবিতে সরব ছাত্রছাত্রীরা।
যদি পুলিশ অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার না করে, তাহলে আন্দোলনে নামবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। হুমকি প্রতিবাদী ছাত্রছাত্রীদের।
উল্লেখ্য, এই ঘটনা প্রথম নয়। এর আগেও একাধিকবার বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপকের বিরুদ্ধে একই অভিযোগ উত্থাপিত হয়েছে। অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার ফলেই দিন দিন এরকম ঘটনা বৃদ্ধি পাচ্ছে।
Comments are closed.