ShahRukh Khan Met Gala : মেট গালায় ঐতিহাসিক ডেবিউ কিং খানের

13

ডিজিটাল ডেস্ক, ৬ মে: সম্পূর্ণ কালো পোশাক, গলায় ঝলমলে একাধিক হার আর হাতে স্টাইলিশ স্টিক—এই রাজকীয় সাজে মেট গালার মঞ্চে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে আত্মপ্রকাশ করলেন শাহরুখ খান (ShahRukh Khan Met Gala)। তাঁর এই ব্যতিক্রমী ও জমকালো লুকে মুগ্ধ অনুরাগীরা, সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছেন তাঁরা।

মেট গালায় অংশ নিতে রবিবারই নিউ ইয়র্কে পৌঁছেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। জল্পনার অবসান ঘটিয়ে সেই দিনই পোশাকশিল্পী সব্যসাচীর টিম জানিয়ে দেয়, ‘বেঙ্গল টাইগার’ সব্যসাচীর সঙ্গে জুটি বেঁধেই মেট গালার রেড কার্পেটে নজর কাড়বেন কিং খান। অবশেষে সোমবার রাতে মেট গালা ২০২৫-এর গ্ল্যামারাস মঞ্চে একেবারে মনকাড়া লুকে ধরা দিলেন তিনি। পরনে ছিল সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লম্বা, মেঝে ছোঁয়া কালো কোট ও কালো শার্ট। গলায় ঝলমলে একাধিক ভারী হার, যার মধ্যে ছিল হিরে খচিত একটি ‘K’ অক্ষরযুক্ত পেনডেন্ট। হাতে ছিল একাধিক রিং এবং একটি এলিগ্যান্ট স্টিক, যা তাঁর চেহারায় রাজসিক সৌন্দর্য যোগ করেছে। কিং খানের এই লুক ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে অনুরাগীদের মধ্যে।

মেট গালার মঞ্চে শাহরুখ খান এসে তাঁর সিগনেচার পোজে ফ্যানদের উদ্দেশ্যে হাত নাড়েন, হাসি মুখে ছবি তোলেন। ম্যানেজার পুজা দদলানি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কিং খানের এই স্মরণীয় মেট গালা লুক, যা দেখে উচ্ছ্বসিত হয়েছেন তাঁর ভক্তরা। মেট গালা, যা প্রতি বছর নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে আয়োজিত হয়, ফ্যাশনের সবচেয়ে বড় আচার-অনুষ্ঠানগুলির মধ্যে একটি।

এই ইভেন্টে বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায়। যদিও এই অনুষ্ঠানে সাধারণত মহিলারাই অংশ নেন, কিন্তু শাহরুখ খান প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় যোগ দিয়ে ইতিহাস তৈরি করেছেন।

Comments are closed.