TRIPURA: ভারত-পাক যুদ্ধের মধ্যেই ত্রিপুরায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

10

TRIPURA: ভারত-পাক যুদ্ধের মধ্যেই ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেন থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। ৮টি পিস্তল এবং ১৬টি খালি ম্যাগাজিন উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ২টি মালিকানা বিহীন ব্যাগ থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে রেল পুলিশ

TRIPURA: ভারত-পাক যুদ্ধের মধ্যেই ত্রিপুরায় আগ্নেয়াস্ত্র উদ্ধার
ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
রেল পুলিশ উদ্ধার করল ৮টি পিস্তল, ১৬টি ম্যাগাজিন

পশ্চিম সীমান্তে ভারত-পাকিস্তান যুদ্ধ। তাারই মধ্যে ত্রিপুরায় আগ্নেয়াস্ত্র উদ্ধারে চাঞ্চল্য। ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেন থেকে ৮টি পিস্তল এবং ১৬টি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে রেল পুলিশ। ২টি মালিকানা বিহীন ব্যাগ থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।

আরপিএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বি কে সিনহা জানান, বর্তমান পরিস্থিতিতে প্রতিটি দূরপাল্লার ট্রেনে বদরপুর থেকে আগরতলা পর্যন্ত তল্লাশি চালানো হয়। সেই মতো ফিরোজপুর থেকে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে আরপিএফ ট্রেনে তল্লাশি শুরু করে। ট্রেনটি আগরতলা পৌঁছলে ২টি মালিকানা বিহীন ব্যাগ উদ্ধার হয়।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেল পুলিশ এবং আরপিএফ-কে। তারপর ২টি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পিস্তল এবং ম্যাগাজিন ।

ট্রেনটি ফিরোজপুর থেকে আগরতলা আসছিল। এসব অস্ত্রশস্ত্র কারা কী উদ্দেশ্যে নিয়ে আসছিল এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষ। তদন্তেই জানা যাবে প্রকৃত ঘটনাটি ঠিক কী।

আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনে আগরতলা স্টেশনে ভোর চারটে নাগাদ যৌথ তল্লাশিতে উদ্ধার হয় ওই আগ্নেয়াস্ত্র। তিনি জানান, ২টি ব্যাগ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রগুলি।

ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র ছাড়াও পাওয়া যায় কিছু জামা-কাপড়, কিছু কসমেটিক্স এবং ওষুধপত্রও।

এঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। তবে, পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে। মনে করা হচ্ছে, নাশকতামূলক কার্যকলাপের উদ্দেশ্যেই এসব অস্ত্রশস্ত্র কোনও গন্তব্যে যাচ্ছিল। তদন্তে পরিষ্কার হবে পুরো বিষয়টি।

tripur

Comments are closed.