Mamata Banerjee Rabindra Jayanti : সবাই ভালো থাক, দেশ ভালো থাক, রবীন্দ্রজয়ন্তীতে মুখ্যমন্ত্রীর বার্তা

11

ডিজিটাল ডেস্ক, ৯ মে: অপারেশন সিঁদুর-এর আবহে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছেন (Mamata Banerjee Rabindra Jayanti)। তিনি বলেছেন, “আমরা চাই দেশ ও মানুষের মঙ্গল। শান্তি, সম্প্রীতি ও সহিষ্ণুতার পথে চলতে হবে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “যুদ্ধ নয়, আমরা চাই শান্তি। সকলের ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে আমরা এই পরিস্থিতি মোকাবিলা করতে পারি।” তিনি রবীন্দ্রনাথের শান্তির বাণী স্মরণ করে বলেন, “যতদিন পৃথিবীতে মানুষ থাকবে, ততদিন শান্তির বাণী শোনা যাবে।”

এই আবহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে কবিগুরুকে শ্রদ্ধা জানান। তিনি বলেন, “যারা সেনা জওয়ান লড়াই করছে, মাতৃভূমি রক্ষা করছে, তাদের শ্রদ্ধা জানাই। সবাই ভালো থাক, দেশ ভালো থাক, মানুষ ভালো থাক।” এছাড়া, মঞ্চে কবিগুরুর কবিতার কয়েকটি লাইনও উদ্ধৃত করেন তিনি, যার মধ্যে একটি ছিল: “নাই নাই ভয়, হবে হবে জয়।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শুক্রবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তীতে শান্তিনিকেতনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে বলেন, “যারা সেনা জওয়ান লড়াই করছে, মাতৃভূমি রক্ষা করছে, তাদের শ্রদ্ধা জানাই। সবাই ভালো থাক, দেশ ভালো থাক, মানুষ ভালো থাক।” মঞ্চে কবিগুরুর কবিতার কয়েকটি লাইনও উদ্ধৃত করেন তিনি, যার মধ্যে একটি ছিল: “নাই নাই ভয়, হবে হবে জয়।”

মুখ্যমন্ত্রী আরও জানান, তিনি মনে করেন রবীন্দ্রনাথের জন্মদিন শুধু তাঁর জন্মদিন নয়, এটি ভাষা ও সংস্কৃতিরও জন্মদিবস। তিনি বলেন, “আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে শিখেছি, ‘নাই নাই ভয়, হবে হবে জয়’। আমাদের সকাল, বিকেল, সন্ধ্যা, রাত, এমনকি দুঃখ ও আনন্দে সব কিছুতেই কবিগুরুর থেকে শিক্ষা পাই।” তিনি কিছুটা আক্ষেপের সুরে বলেন, “শুধু এই দিনগুলিতে আমরা একটু বেশি রবীন্দ্রচর্চা করি। যা স্বাভাবিক। কিন্তু অন্যদিনগুলিতে এই চর্চার কদর কমিয়ে দিয়েছি।” তিনি আরও বলেন, “প্রতিটি রাজ্যের কিছু সংস্কৃতি, ভাষা আছে। নিজের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা সব নিয়ে চলা উচিত। একদিন নয়, বাকিদিনগুলিতেও যেন আপন করি।”

Comments are closed.