Operation Sindoor Hitlist : ভারতের হাতে নিকেশ মাসুদ আজহারের দুই শ্যালক!

10

ডিজিটাল ডেস্ক, ১০ মে : কেন্দ্রীয় সরকার প্রকাশিত তালিকা অনুযায়ী, পাকিস্তানে অপারেশন সিঁদুর-এর মাধ্যমে ৫ জন কুখ্যাত জেহাদি খতম হয়েছে। তাদের মধ্যে মাসুদ আজহারের দুই ভাইও অন্তর্ভুক্ত রয়েছেন। শনিবার এই নামের তালিকা প্রকাশ করা হয়েছে (Operation Sindoor Hitlist)।

মুদাসসর খাদিয়ান খাস, যিনি লস্কর-ই-তইবার সদস্য ছিলেন, তাঁর শেষকৃত্যে পাক সেনা গার্ড অফ অনার প্রদান করে। তাঁর মরদেহ সরকারি স্কুলে রাখা হয়েছিল, যেখানে প্রার্থনার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজ আবদুর রউফ, পাকিস্তানের সেনাপ্রধান, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ, লেফটেন্যান্ট জেনারেল এবং পাঞ্জাব পুলিশের আইজি।

হাফিজ মহম্মদ জামিল, যিনি জইশ-ই-মহম্মদের সদস্য ছিলেন এবং মাসুদ আজহারের বড় শ্যালক, ভাওয়ালপুরের মারকাজ শুভান আল্লার দায়িত্বে ছিলেন। তিনি ধর্মীয় প্রচারণার মাধ্যমে মগজধোলাই এবং জইশ-ই-মহম্মদের জন্য অর্থ সংগ্রহের কাজ তদারকি করতেন।

মহম্মদ ইউসুফ আজহার, যিনি জইশ-ই-মহম্মদের সদস্য এবং মাসুদ আজহারের শ্যালক ছিলেন, অস্ত্র প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন। তিনি কাশ্মীরে একাধিক জঙ্গিহানার সঙ্গে যুক্ত ছিলেন এবং কান্দাহার বিমান অপহরণ ঘটনার সঙ্গে সম্পর্কিত ছিলেন।

খালিদ, যিনি লস্কর-ই-তইবার সদস্য ছিলেন, জম্মু ও কাশ্মীরে একাধিক জঙ্গি হামলার সঙ্গে যুক্ত ছিলেন এবং আফগানিস্তান থেকে অস্ত্র পাচারে সংশ্লিষ্ট ছিলেন। তাঁর শেষকৃত্য ফয়সালাবাদে অনুষ্ঠিত হয়, যেখানে পাকিস্তানি সেনাধিকারিক এবং ফয়সালাবাদের ডেপুটি কমিশনার উপস্থিত ছিলেন। আর একজন হলেন মহম্মদ হাসান খান: জইশ-ই-মহম্মদ।

Comments are closed.