India Pakistan Tensions PM Meet : বড় কিছু ঘটতে চলেছে? দিল্লিতে ডোভাল-রাজনাথের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী, রয়েছেন ৩ সেনা কর্তা
ডিজিটাল ডেস্ক, ১০ মে : ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায়, শনিবার নয়াদিল্লিতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন (India Pakistan Tensions PM Meet)। এছাড়া, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে আলাদা বৈঠক করেন। এই বৈঠকগুলোতে সীমান্ত পরিস্থিতি, সামরিক প্রস্তুতি এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
উল্লেখযোগ্য যে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পূর্বেও বলেছেন, “ভারত কখনো কারও জমি দখল করেনি, তবে কেউ যদি আমাদের ওপর আক্রমণ করে, তাহলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।” তিনি আরও বলেন, “যুদ্ধের জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে, এমনকি শান্তির সময়েও।” তিনি চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা এবং অন্যান্য প্রতিবেশী দেশের পরিস্থিতির দিকে ইঙ্গিত করে এই মন্তব্য করেন।
চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে সীমান্তের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শীর্ষ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।
ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমানে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। যদিও সরকারিভাবে যুদ্ধ ঘোষণা করা হয়নি, পাকিস্তান লাগাতার ভারতীয় ধর্মস্থান, স্কুল, কলেজ এবং সাধারণ নাগরিকদের টার্গেট করছে। শুক্রবার রাতেও সীমান্তে উসকানিমূলক কার্যকলাপ চলেছে, যেখানে পাকিস্তানি সেনা আকাশপথে অস্ত্রবাহী ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান ব্যবহার করে ২৬টি এলাকায় হামলা চালিয়েছে। শুধু সেনাছাউনি বা বিমানঘাঁটি নয়, অসামরিক স্থাপনা যেমন স্কুল ও হাসপাতালও এই হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ভারতের সেনাবাহিনী এই আক্রমণের যোগ্য জবাব দিয়েছে, প্রতিরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পাকিস্তানের হামলাকে প্রতিহত করতে কার্যকর ব্যবস্থা নিয়েছে।
উইং কমান্ডার ব্যোমিকা সিং জানিয়েছেন যে পাকিস্তান আরও অশান্তির পরিকল্পনা করছে এবং নিয়ন্ত্রণরেখার দিকে এগোচ্ছে। ভারতীয় সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে যে কোনো পরিস্থিতিতে উপযুক্ত জবাব দেওয়ার জন্য। এই সম্ভাব্য সংঘাতের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রণকৌশল নির্ধারণ ও প্রস্তুতি পর্যালোচনার জন্য শীর্ষ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন।