Rajnath Singh on Brahmos : কীসের ইঙ্গিত? ভারত-পাক সংঘাতের আবহেই ক্ষেপণাস্ত্র ব্রহ্মস-এর নতুন ইউনিটের উদ্বোধন প্রতিরক্ষামন্ত্রীর
ডিজিটাল ডেস্ক, ১১ মে : ভারত-পাক সংঘাতের আবহেই লখনউয়ে ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের নতুন ইউনিটের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh on Brahmos)।
এদিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আজ দেশের জন্য একটি ঐতিহাসিক দিন, কারণ এই দিনেই পোখরানে পরমাণু অস্ত্র পরীক্ষা হয়েছিল। দেশ সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের জন্য একটি ভয়ঙ্কর অস্ত্র, যা তাদের উপর কঠোর আঘাত হানতে সক্ষম। আমাদের লক্ষ্য পূরণ হবেই। যদি দেশ শক্তিশালী না হয়, তাহলে সম্মানও পাওয়া যায় না। সুপারসনিক মিসাইল ব্রহ্মস সেনাবাহিনীর ক্ষমতার প্রতীক। এটি শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, বরং শত্রুদের কাছে একটি সুস্পষ্ট বার্তা। ব্রহ্মস বিশ্বের অন্যতম দ্রুতগতির সুপারসনিক ক্রুজ মিসাইল।”
তিনি আরও বলেন, “আমরা অপারেশন সিঁদুরে কোনো পাক নাগরিককে লক্ষ্য করিনি। বরং পাক সেনাই ভারতীয়দের ওপর আক্রমণ চালিয়েছে। ভারতীয় সেনার সাহসিকতার প্রতিধ্বনি শুধু সীমান্তেই নয়, রাওয়ালপিণ্ডিতেও শোনা গেছে। অপারেশন সিঁদুর শুধুই সামরিক অভিযান নয়, এটি এক দৃঢ় সংকল্পের প্রতিফলন।
পাক সেনা ভারতীয়দের ওপর হামলা চালিয়েছে, কিন্তু ভারতকে আঘাত করলে সীমান্তের ওপারও নিরাপদ থাকবে না। ভারতীয় সেনা তাদের শৌর্য ও পরাক্রমের পরিচয় দিয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান রয়েছে, যা কোনওভাবেই সহনশীলতার জায়গা দেয় না।”
Comments are closed.