SRIBHUMI: শ্রীভূমি জেলায় ঝড়ে উড়ে গেল গণনা কেন্দ্রের অস্থায়ী ছাউনি

11

SRIBHUMI: শ্রীভূমি জেলায় ঝড়ে উড়ে গেল গণনা কেন্দ্রের অস্থায়ী ছাউনিশ্ৰীভূমি জেলায় সকাল থেকেই প্ৰকৃতির রুদ্ররূপ। মুষলধারে বৃষ্টি এবং ভয়ানক কালবৈশাখীর ঝড়ে স্তব্ধ হয়ে পড়ে ভোট গণনা পৰ্ব। ঝড়ের দাপটে লণ্ডভণ্ড শ্ৰীভূমি জেলার একটি ভোট গণনা কেন্দ্ৰের অস্থায়ী ছাউনি।

শ্রীভূমি জেলায় সকাল থেকেই কালবৈশাখীর তাণ্ডব
ঝড়ে উড়ে গেল গণনা কেন্দ্রের অস্থায়ী ছাউনি
চতুর্দিকে ছড়িয়ে পড়ল প্লাস্টিকের চেয়ার
বিধ্বস্ত রণক্ষেত্রে পরিণত গণনা কেন্দ্র

আজ পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা। শ্রীভূমি জেলায় সকাল থেকেই আকাশের মুখ ভার। তুমুল কালবৈশাখীর তাণ্ডব এবং মুষলধারে বৃষ্টিতে তুলকালাম কাণ্ড। স্তব্ধ হয়ে পড়ল ভোট গণনার কাজ। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীভূমি জেলার একটি ভোট গণনা কেন্দ্রের অস্থায়ী ছাউনি।

জেলার পাথারকান্দি সমজেলার আকাইধুম ইন্ডোর স্টেডিয়ামে নিৰ্মাণ করা হয়েছিল অস্থায়ী ছাউনি। কালবৈশাখী ঝড়ের প্রবল বাতাসে উড়ে গেল ছাউনি। ঝড়ের দাপটে লণ্ডভণ্ড পুরো প্যান্ডেল। একইভাবে প্রতিকূল আবহাওয়ার জেরে করিমগঞ্জ কলেজের গণনা কেন্দ্ৰেও গণনার কাজ দেরিতে শুরু হয়।

গণনার সম্পূর্ণ ফলাফল কটা নাগাদ জানা যাবে সেটা এই মুহূর্তেই বলা সম্ভব নয় বলে জানান জেলাশাসক। তবে, তিনি বলেন, কাল সন্ধ্যা নাগাদ পুরো চিত্রটি বোঝা যাবে বলে মনে হচ্ছে।

এদিকে, গণনা কর্মীরা অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, কর্তৃপক্ষ বলেছিলেন সকাল আটটা থেকে গণনা শুরু হবে। সেই মতো গণনা কর্মীদের সাড়ে সাতটায় বসতে বলা হয়। তারপর অনেকটা সময় পেরিয়ে গেলেও অফিসের কর্মীদেরই পরিচিতিপত্র দেওয়া হয়নি

আসলেই কালবৈশাখীর তাণ্ডবে গণনার কাজে সমস্যার সৃষ্টি হয়। কোথাও গণনার কাজ শুরু করতে দেরি হয়। কোথাও গণনা কেন্দ্রের অস্থায়ী ছাউনি ঝড়ের তাণ্ডবে উড়ে গিয়ে লণ্ডভণ্ড অবস্থা। সব মিলিয়ে ভোট গণনার কাজে এদিন স্বস্তি ছিল না শ্রীভূমি জেলায়।

Comments are closed.