Virat Kohli Test Retirement : টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন কোহলি, মানলেন না বোর্ডের অনুরোধ

7

ডিজিটাল ডেস্ক, ১১ মে : ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ উপেক্ষা করে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি। সোমবার, সমাজমাধ্যমে নিজের সিদ্ধান্ত প্রকাশ করেন তিনি, ঠিক যেমনটি করেছিলেন রোহিত শর্মা তাঁর অবসর ঘোষণার সময়। রোহিতের বিদায়ের পর এবার কোহলিও টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন (Virat Kohli Test Retirement)।

গত বুধবার রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন, যা তিনি সমাজমাধ্যমে প্রকাশ করেছেন। এবার তাঁর পথ অনুসরণ করলেন বিরাট কোহলি। ১২৩টি টেস্ট ম্যাচে কোহলির সংগ্রহ ৯,২৩০ রান, গড় ৪৬.৮৫। তাঁর ঝুলিতে রয়েছে ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান। নিঃসন্দেহে, তিনি ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

সমাজমাধ্যমে নিজের টেস্ট ক্রিকেটের সফরকে স্মরণ করে কোহলি লিখেছেন, ‘‘১৪ বছর আগে প্রথমবার নীল ব্যাগি টুপি মাথায় দিয়েছিলাম। তখনও বুঝিনি, এই ফরম্যাট আমাকে কতটা গঠন করবে, কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। তবে এই ফরম্যাট আমাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে গেছে, আমাকে তৈরি করেছে, মূল্যবান শিক্ষা দিয়েছে—যা আমি আজীবন মনে রাখব।’’

তিনি আরও বলেছেন, ‘‘সাদা পোশাকে ক্রিকেটের একটা ব্যক্তিগত গভীরতা থাকে। নিস্তব্ধ পরিবেশ, দীর্ঘ সময় ধরে খেলা, ছোট ছোট মুহূর্তগুলো যা অনেকে দেখতে পান না—তবে আমার জন্য এগুলো চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’’

বিরাট কোহলি আগেই বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর লাল বলের ক্রিকেট খেলতে ইচ্ছুক নন। তবে বোর্ডের পক্ষ থেকে তাঁকে অনুরোধ করা হয়েছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। কিন্তু কোহলি তাঁর সিদ্ধান্তে অটল থেকে পুনর্বিবেচনায় রাজি হননি।

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ভাবছিলেন বিরাট কোহলি। যদিও ওই সফরের প্রথম টেস্টে শতরান করেছিলেন, পরবর্তী ম্যাচগুলিতে সফল হতে পারেননি।

তাঁর ফর্ম যাই হোক, বোর্ড চাইছিল তিনি ইংল্যান্ড সফরে দলের সঙ্গে থাকুন, কারণ রোহিতের অনুপস্থিতির পর কোহলির না থাকা ভারতীয় ব্যাটিংকে আরও অনভিজ্ঞ করে তুলতে পারত। এই কারণেই বোর্ড তাঁকে টেস্ট থেকে অবসর না নেওয়ার জন্য অনুরোধ করেছিল। তবে, কোহলি শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অটল থাকলেন। রোহিতের মতো, তিনিও বিদায়ী টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেলেন না।

বিরাট কোহলি ভারতের হয়ে ১২৩টি টেস্ট ম্যাচ খেলেছেন, যেখানে তাঁর সংগ্রহ ৯,২৩০ রান, গড় ৪৬.৮৫। তাঁর ঝুলিতে রয়েছে ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান। ২০১৯ সালে পুণেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি অপরাজিত ২৫৪ রানের ইনিংস খেলেছিলেন, যা তাঁর টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

Comments are closed.