Narendra Modi Nation Address : ‘অপারেশন সিঁদুরের’ পর প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, হতে পারে বড় ঘোষণা!

5

ডিজিটাল ডেস্ক, ১১ মে : সোমবার রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi Nation Address)। সংঘর্ষবিরতির পরও সীমান্তে পাকিস্তান সেনার ধারাবাহিক হামলার প্রেক্ষিতে, প্রধানমন্ত্রী কোনও গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

শনিবার ডোনাল্ড ট্রাম্প মার্কিন মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন। এর পর ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী সাংবাদিক বৈঠকে জানান যে, ওইদিন ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও)-এর মধ্যে আলোচনা হয়েছে, যেখানে তাঁরা সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছেন। সোমবার বেলা ১২টায় দুই দেশের মধ্যে ফের আলোচনা হওয়ার কথা রয়েছে।

সোমবার নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরে ভারতীয় সেনার ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তান সেনার ডিজিএমও কাশিফ আবদুল্লা হটলাইনে আলোচনা করেন। উল্লেখ্য, ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার প্রকাশ্যে বক্তৃতা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২২ এপ্রিল পহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ১৫ দিন পর, ৬ মে গভীর রাতে ভারত পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পাঞ্জাবের ন’টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের দাবি অনুযায়ী, এই অভিযানে শতাধিক জঙ্গি নিহত হয়েছে। এর ফলে এলওসি এবং আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।

Comments are closed.