Operation Sindoor Pak Official Names : জঙ্গিদের শেষকৃত্যে সামিল পাক সেনা অফিসারদের পরিচয় প্রকাশ করল ভারতীয় সেনা
ডিজিটাল ডেস্ক, ১২ মে : ‘অপারেশন সিঁদুর’-এ নিহত জঙ্গিদের শেষকৃত্যে পাকিস্তানের পুলিশ আধিকারিক ও সেনার সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই দৃশ্যের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে তীব্র নিন্দার ঝড় উঠেছে। এবার ভারত তাদের পরিচয় প্রকাশ্যে এনেছে (Operation Sindoor Pak Official Names)।
ভারতের ত্রিস্তরীয় সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এ নিহত জঙ্গিদের শেষকৃত্যে পাকিস্তানের পুলিশ আধিকারিক ও সেনার সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্যের ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে তীব্র নিন্দার ঝড় উঠেছে। এবার ভারত তাদের পরিচয় প্রকাশ্যে এনেছে।
মঙ্গলবার গভীর রাতে, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটিতে শক্তিশালী প্রত্যাঘাত হানে ভারত। এই অভিযানে ভারতীয় সেনা, নৌসেনা ও বায়ুসেনা একযোগে অংশগ্রহণ করে। এই সমন্বিত সামরিক অভিযানকে নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর'(Operation Sindoor)।
ভারত পাঁচজন শীর্ষ পাক আধিকারিকের নাম ও ছবি প্রকাশ করেছে। তারা হলেন—
- লেফটেন্যান্ট জেনারেল ফায়াজ হুসেন শাহ
- মেজর জেনারেল রাও ইমরান সরতাজ
- ব্রিগেডিয়ার মহম্মদ ফুরকান শাবির
- পাঞ্জাব পুলিশের ইন্সপেক্টর জেনারেল উসমান আনোয়ার
- রাজনীতিবিদ মালিক শোয়েব আহমে
‘অপারেশন সিঁদুর’-এ (Operation Sindoor) নিহত জঙ্গিদের মধ্যে অন্যতম লস্কর-ই-তইবা’র সদস্য হাফিজ আবদুল রাউফ। জঙ্গিদের পাকিস্তানের পতাকায় মুড়িয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে, যেখানে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এছাড়া, ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিস সইদও এই শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভারতের বিদেশ মন্ত্রক এবং সেনাবাহিনী যৌথ বিবৃতিতে পাকিস্তানের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।
তবে পাকিস্তান শুরু থেকেই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি অনুযায়ী, ভারতের হামলায় পাক নাগরিকদের মৃত্যু হয়েছে, এবং তাদের শেষ শ্রদ্ধা জানাতেই জাতীয় পতাকা দিয়ে সম্মান জানানো হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, ভারতের লক্ষ্যস্থল ছিল সুনির্দিষ্ট নয়টি জায়গা (India-Pakistan Conflicts), যা পূর্বে একাধিক সন্ত্রাসী পরিকল্পনা ও অনুপ্রবেশ চেষ্টার সঙ্গে যুক্ত ছিল। এই ঘাঁটিগুলি কৌশলগতভাবে মূল্যায়ন করে নির্বাচন করা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে অন্যতম বহাওয়ালপুর ও মুরিদকে।
রবিবার অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য তুলে ধরে ভারতীয় সেনা। তাদের দাবি অনুযায়ী, এই অভিযানে কমপক্ষে ১০০ জন জঙ্গি নিকেশ হয়েছে। এয়ার মার্শাল এ কে ভারতী উল্লেখ করেছেন যে, ভারত অত্যন্ত সতর্কতার সঙ্গে জঙ্গিঘাঁটিগুলিকে টার্গেট করেছিল।
বায়ুসেনা এমনভাবে হামলা চালিয়েছে, যা বড় ধরনের ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছে। ভাগলপুরের জঙ্গিঘাঁটিতে হামলা করা হয়, এছাড়া মুরিদকের লস্কর ঘাঁটিতেও সতর্কভাবে প্রত্যাঘাত করা হয়েছে। এয়ার মার্শাল ভারতী উপগ্রহচিত্রের মাধ্যমে অভিযানের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।
পহেলগামে (Pahalgam) ২৬ জন নিরীহ মানুষের হত্যা ছিল এক ভয়াবহ ঘটনা।’অপারেশন সিঁদুর’ তারই জবাব হিসেবে চালানো হয়, যাতে সন্ত্রাস দমন এবং অভিযুক্তদের শাস্তি দেওয়া যায়। ভারত-পাক সংঘর্ষবিরতি ঘোষণা হলেও, ‘অপারেশন সিঁদুর’ এখনও অব্যাহত রয়েছে, বলে জানিয়েছে বায়ুসেনা। তাছাড়া, ভিডিও প্রকাশের মাধ্যমে কঠোর বার্তাও দেওয়া হয়েছে।
Comments are closed.