Narendra Modi on India Pakistan Tensions : সেনার পরাক্রম দেশের নারীদের উৎসর্গ করে পাকিস্তানকে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি
ডিজিটাল ডেস্ক, ১২ মে : ভারতীয় সেনার বীরত্ব ও পরাক্রমকে দেশের মেয়েদের উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi on India Pakistan Tensions)।’অপারেশন সিঁদুর’-এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে, তিনি শুরুতেই স্যালুট জানান ভারতের পরাক্রমী সেনা, সশস্ত্র বাহিনী, বিভিন্ন সংস্থা এবং বিজ্ঞানীদের। তিনি বলেন, “আমাদের দেশের মা-বোনেদের মাথার সিঁদুর মুছে দিলে তার মূল্য কী, তা এখন গোটা বিশ্বের উগ্রপন্থীরা বুঝে গেছে। জঙ্গিরা কখনও ভাবেনি যে ভারত এত বড় পদক্ষেপ গ্রহণ করবে।”
অপারেশন সিঁদুরের প্রাপ্তির জন্য, সেনার পরাক্রমকে উৎসর্গ করলেন দেশের সব মা, সকল মহিলাদের। স্ত্রী, বাচ্চার সামনে ধর্ম জিজ্ঞাসা করেছে নৃশংস ভাবে খুন করা হয়েছে পহেলগাঁওয়ে। তার কাছে এটা ক্রূরতা। এই ঘটনার পরে সকলেই এক সুরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর তুলেছেন। জঙ্গিরা বুঝে গেছে মা-বোনদের সিঁদুর মোছার পরিণাম কী।
পাশাপাশি তিনি বলেন যখন দেশ একজোট হয়, যখন সবার আগে দেশ আসে, তার ফল মেলে। যখন পাকিস্তানের সন্ত্রাসবাদকে গুঁড়িয়ে দিতে ভারত হামলা চালাল, সন্ত্রাসবাদী সংগঠনই নয়, তাদের মনোবলও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পৃথিবীতে বড় বড় সন্ত্রাসবাদী হামলা একই সুতোয় বাধা। তাই ভারতের হামলায় সন্ত্রাসবাদের ‘হেড কোয়ার্টার’ ভেঙে দেওয়া হয়েছে। পাকিস্তান হতাশ। ওরা নিরাশায়। এই অবস্থায় ওরা আরও একটা ভুল করেছে। ভারতের সঙ্গ দেওয়ার বদলে ভারতের উপরেই হামলা করল!
পাশাপাশি তিনি আরও বলেন ভারতের স্কুল-কলেজ, সাধারণ নাগরিকের বাড়িঘর, মন্দিরকে নিশানা করল পাকিস্তান। এখানেও ওরা ব্যর্থ হল। দুনিয়া দেখল কী ভাবে পাকিস্তানের ড্রোন, মিশাইল ভারতের কাছে ধুলিসাৎ হল। আকাশেই নষ্ট করে দেওয়া হল। তিন দিনে পাকিস্তানকে যা করা হয়েছে, যা ওরা ভাবতেই পারেনি। এখন ওরা বাঁচার রাস্তা খুঁজছে। দেশে দেশে ঘুরছে। খারাপ ভাবে হেরে যাওয়ার পরে ১০ মে পাকিস্তানি সেনা ভারতের ডিজিএমও-র দ্বারস্থ হন। তার আগে ভারত পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছ।
তার মতে ভারতের সেনাবাহিনী সর্বদা সতর্ক। আকাশ, জল ও স্থল—সবক্ষেত্রেই আমরা প্রস্তুত। সেনাবাহিনী ‘নতুন নর্মাল’ প্রতিষ্ঠা করেছে, যা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে দৃঢ় অবস্থান নিশ্চিত করছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আবারও জবাব দেওয়া হবে। কোনও ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ ভারত কখনও সহ্য করবে না বলে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
‘স্টেট স্পনসর্ড টেররিজ়ম’-এর বড় উদাহরণ পহেলগাঁও কাণ্ড। প্রত্যেকটি যুদ্ধের ময়দানে ভারত পাকিস্তানকে পর্যদুস্ত করেছেন। ‘অপারেশন সিঁদুর’-এও ভারত সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি। ‘মেড ইন ইন্ডিয়া’ হাতিয়ার তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে। ‘টেরর’ ও ‘টক’ (সন্ত্রাস এবং আলোচনা) একসঙ্গে চলতে পারে না।
প্রধানমন্ত্রী আরও বলেন এবার যদি পাকিস্তানের সঙ্গে আলোচনা হয়, তবে কেবলমাত্র সন্ত্রাসবাদ প্রসঙ্গেই কথা হবে। পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে পাক-অধিকৃত কাশ্মীরও আলোচনার কেন্দ্রবিন্দু থাকবে। আজ বুদ্ধপূর্ণিমা, এবং অনেক সময় শান্তির পথও যুদ্ধের মাধ্যমে নির্ধারিত হয়।
Comments are closed.