Local Train Derailed : লাইনচ্যুত ডাউন বনগাঁ লোকাল

13

ডিজিটাল ডেস্ক, ১৪ মে : আজ দুপুর সাড়ে বারোটার সময়ে দমদম স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ডাউন বনগাঁ লোকাল প্রবেশ করার সময় শেষ কামরাটি লাইনচ্যুত হয়ে যায় (Local Train Derailed)। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়েন। দুর্ঘটনার পর থেকেই চার নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল কর্মীরা দ্রুত লাইন মেরামতের কাজ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। দুর্ঘটনার কারণ এখনও পুরোপুরি জানা যায়নি। উদ্ধার কার্য শেষ হলেই এর কারণ অনুসন্ধানের কাজ শুরু হবে। তবে আশার খবর—এ ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

রেল সূত্রে জানা গেছে, লোকাল ট্রেনের শেষ দিকের কামরার দুটি চাকা লাইনচ্যুত হয়ে গেছে। বনগাঁ থেকে ট্রেনটি সকাল ১০টা ২৮ মিনিটে যাত্রা শুরু করেছিল, আর দুর্ঘটনাটি ঘটেছে দুপুর ১২টা নাগাদ। যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে, এবং পরিষেবা স্বাভাবিক করতে দ্রুত কাজ চলছে। তবে ঘটনায় সামগ্রিক ট্রেন চলাচলে কোনও সমস্যা হয়নি। দমদম স্টেশনের ১,২,৩ ও ৫ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল করেছে নির্দিষ্ট নিয়মেই।

রেল সূত্রে জানা গেছে, সাড়ে ১২টা থেকে দমদম স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। ফলে ডাউন হাসনাবাদ লোকাল দমদম ক্যান্টনমেন্টে, ডাউন গোবরডাঙা লোকাল বিরাটিতে, এবং পরবর্তী বনগাঁ লোকাল মধ্যমগ্রামে আটকে রয়েছে। দমদমের পাঁচ বা দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চালু করতে কিছুটা সময় লাগবে, যার ফলে ডাউন লাইনের পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এর পাশাপাশি, এই পরিস্থিতির প্রভাব আপ লাইনের ট্রেন চলাচলেও পড়েছে।

সাধারণত দমদম স্টেশনে প্রবেশের সময় বনগাঁ শাখার লোকাল ট্রেনের গতি কম থাকে। তবে এই ঘটনায় ট্রেনের গতি কতটা ছিল এবং লাইন বদলের সময় কোনও ত্রুটি ঘটেছিল কি না, তা তদন্ত করা হচ্ছে। ট্রেনের চালক ও গার্ডের সঙ্গেও কথা বলা হচ্ছে। যাত্রীদের আশঙ্কা, যদি ট্রেনের গতি বেশি থাকত, তাহলে দুর্ঘটনাটি আরও ভয়াবহ হতে পারত।

Comments are closed.