ডিজটাল ডেস্ক, ১৪ মে : জঙ্গি হামলায় বহু মানুষ শহিদ হয়েছেন। অপর দিকে, অপারেশন সিঁদুরে ভারত সফলভাবে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূল বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে (TMC Patriotic Rally)। আগামী শনিবার ও রবিবার রাজ্যের প্রতিটি ব্লক এবং কলকাতার প্রত্যেক ওয়ার্ডে সমাবেশ অনুষ্ঠিত হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, “আমাদের দল ঘোষণা করেছে যে শনিবার ও রবিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রতিটি ব্লক ও শহরের ওয়ার্ডে সমাবেশ অনুষ্ঠিত হবে। এই উদ্যোগ শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো এবং মাতৃভূমির জন্য প্রাণ উৎসর্গকারী বীরদের পরিবারকে সমবেদনা জানানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং আমাদের সামাজিক দায়িত্ব।”
বিজেপি দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করেছে, যার অংশ হিসেবে আগামী শুক্রবার কলকাতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিলে নেতৃত্ব দেবেন। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচনের আগে দেশপ্রেমের বার্তাকে প্রচারের হাতিয়ার করে গেরুয়া শিবির রাজনৈতিক লাভ তুলতে চাইছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট করেছেন যে শহিদদের স্মরণে তৃণমূলের কর্মসূচির সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।