Operation Sindoor:ওরা পর্যটকদের ধর্ম দেখে মেরেছে, আমরা জঙ্গিদের কর্ম দেখেছি: রাজনাথ সিং [Rajnath Singh]
ডিজিটাল ডেস্ক, ১৫ মে : কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শ্রীনগরে দাঁড়িয়ে পাকিস্তানকে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, “পাকিস্তান আমাদের পর্যটকদের ধর্ম দেখে হত্যা করেছে, আমরা তাদের জঙ্গিদের কার্যকলাপ দেখে প্রতিশোধ নিয়েছি।” পহেলগামে ২৬ জন ভারতীয় পর্যটকের হত্যাকাণ্ডের পর ভারতের অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্য তুলে ধরেন তিনি।
এদিন শ্রীনগরের [Srinagar] বাদামিবাগে চিনার কার্পস-এর সদর দফতরে যান তিনি। সেখানেই পাকিস্তানকে কড়া ভাষায় কটাক্ষ করেন। সন্ত্রাস দমনে ভারত কতদূর যেতে পারেন, তাও বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তানের মতো দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকা কি আদৌ নিরাপদ? শ্রীনগরে দাঁড়িয়ে এই প্রশ্ন তুললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তাঁর মতে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির উচিত পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের দিকে কড়া নজর রাখা। উল্লেখ্য, ভারতের সঙ্গে সংঘাতের আবহে একাধিকবার পারমাণবিক হামলার হুমকি দিয়েছিল পাকিস্তান।

৮ মে, ২০২৫-এ ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ চালায়, মাত্র ২৫ মিনিটের মধ্যে সম্পন্ন হয় অপারেশন। এই অভিযানে পাকিস্তানের বাহওয়ালপুর, মুরিদকে, গুলপুর, ভিম্বের, চাক আমরু, বাঘ, কোটলি, সিয়ালকোট ও মুজফফরাবাদসহ বিভিন্ন স্থানে লক্ষ্যবস্তুতে হামলা করা হয়। পহেলগাঁও [Pahalgam] হামলার পর প্রথমবার জম্মু ও কাশ্মীরের মাটিতে পা রাখলেন প্রতিরক্ষামন্ত্রী।
ভারত-পাকিস্তান সংঘাতের আবহে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের মাটিতে বেশ কয়েকটি শেল ছোড়ে পাক সেনা। বৃহস্পতিবার সেই জায়গাগুলি ঘুরে দেখেন রাজনাথ। ‘অপারেশন সিঁদুর’-এর পর সোমবার (১২ মে) জাতির উদ্দেশে বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারত [India] ও পাকিস্তান [Pakistan]- দুই দেশ সংঘর্ষবিরতিতে [Ceasefire] রাজি হয়েছে। কিন্তু ওইদিন প্রধানমন্ত্রী সাফ বলেছিলেন, সন্ত্রাসবাদকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না। গোটা বিশ্বের উদ্দেশে জানিয়েছিলেন, পাকিস্তানের সঙ্গে এবার পাক অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে। বৃহস্পতিবার শ্রীনগর থেকে একই বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রীও। তিনি বলেন, “কাশ্মীর নিয়ে কোনও কথা হবে না, কেবল পিওকে নিয়েই পাকিস্তানের সঙ্গে কথা হবে।”