কলকাতা, ১৭ মে : কলকাতায় আবারও রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে এল। বাগবাজারের নিবেদিতা লেনের একটি নির্মীয়মাণ বহুতলের নিচতলা থেকে এক ব্যক্তির অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়েছে (Baghbazar Body Recovered)। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। শ্যামপুকুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি একটি হত্যাকাণ্ড। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত, সেই রহস্য এখনও অমীমাংসিত।
শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে, বাগবাজারের নিবেদিতা লেনের একটি নির্মীয়মাণ বহুতলে আধপোড়া অবস্থায় এক ব্যক্তির দেহ দেখতে পান স্থানীয়রা। তখনও দেহের চারপাশে ধোঁয়া ওঠার দৃশ্য স্পষ্ট ছিল। খবর পেয়ে শ্যামপুকুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তে পাঠায়। এখনও মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, প্রমাণ লোপাটের উদ্দেশ্যে খুনের পর দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত, তা নিয়ে রহস্য বজায় রয়েছে। দিনদুপুরে ঘটে যাওয়া এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শুক্রবার দুপুরে দমদম ক্যান্টনমেন্টের এক নম্বর রেলগেট সংলগ্ন জ্যোতিনগর এলাকায় এক নারীর অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়, যা বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেছে। এখনও পরিষ্কার নয়, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত। পুলিশের প্রাথমিক অনুমান, হত্যার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহ ওই এলাকায় ফেলে যাওয়া হয়েছে। নিহত তরুণীকে হত্যার আগে যৌন নির্যাতন করা হয়েছে কিনা, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার তদন্তে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।
Comments are closed.