ডিজিটাল ডেস্ক, ১৭ মে : মুম্বইয়ের তাজ হোটেল ও ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে বিমানবন্দর পুলিশের ই-মেলে এই দুটি স্থানে বোমা বিস্ফোরণের হুমকি আসে। এর পরই শনিবার সকালে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে (Bomb Threat Mumbai)।
মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মেলে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর ও তাজ হোটেলকে IED বোমা বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মেলে উল্লেখ রয়েছে যে, এই হামলা আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে পরিকল্পিত। হুমকি পাওয়ার পরই পুলিশ সতর্কতা বাড়িয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোথাও কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
বিমানবন্দর পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি, ওই মেল কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
২০০১ সালের সংসদ ভবনে হামলার মূল অভিযুক্ত আফজল গুরুকে গ্রেপ্তার করার পর দীর্ঘ তদন্ত চলে, যার পর ২০১৩ সালে তাঁকে ফাঁসির সাজা দেওয়া হয় এবং ওই বছরের ফেব্রুয়ারি মাসেই তাঁর ফাঁসি কার্যকর করা হয়। অন্যদিকে, ২০০৮ সালের মুম্বই হামলার স্মৃতি এখনও ভারতবাসীর মনে গেঁথে আছে। সেই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রাণাকে এনআইএ সম্প্রতি নিজেদের হেফাজতে নিয়েছে। এরই মধ্যে আবারও বাণিজ্য নগরীতে বোমাতঙ্কের ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বোমাতঙ্কের মেল পাওয়ার পরই সতর্কতা বাড়িয়েছে মুম্বই পুলিশ। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে রয়েছে ছত্রপতি শিবাজি রেল স্টেশন, মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর এবং তাজ হোটেল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে গোটা শহরজুড়ে বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Comments are closed.