Rabindranath Tagore at SSC Protest : চাকরিহারাদের পাশে রবীন্দ্রনাথ!

10

কলকাতা, ১৭ মে : বিকাশ ভবনের সামনে ‘যোগ্য’ চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার সকালে তাঁদের মঞ্চে প্রতীকী রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি লক্ষ্য করা যায় (Rabindranath Tagore at SSC Protest)। আইএনটিইউসির সেবাদল আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। তাঁরা বিকাশ ভবনের সামনে থাকা পুলিশকর্মীদের হাতে গোলাপ ফুল তুলে দেন।

প্রতীকী রবীন্দ্রনাথ তাঁর বক্তব্যে জানান, তিনি পুলিশের আচরণকে সমর্থন করেন না এবং শিক্ষকদের আন্দোলনের পাশে থাকার বার্তা দিতে এই বিশেষ আয়োজন করেছেন। তাঁর মতে, বাংলা শান্তি ও সম্প্রীতির প্রতীক, যা পুলিশকেও মনে রাখা উচিত। এদিন চাকরিহারাদের অবস্থান মঞ্চে পড়ুয়াদের একাংশের যোগ দেওয়ার কথা রয়েছে। আন্দোলনকারীদের দাবি, শিক্ষামন্ত্রীকে অবিলম্বে অবস্থান মঞ্চে আসতে হবে এবং রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে। তাঁরা জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

বিকাশ ভবনে তাণ্ডবের ঘটনায় এক অন্তঃসত্ত্বা সরকারি আধিকারিক আটকে পড়ার অভিযোগ অস্বীকার করেছেন চাকরিহারা আন্দোলনকারীরা। তাঁরা অন্তঃসত্ত্বা এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথোপকথনের একটি অডিও প্রকাশ করেছেন। আন্দোলনকারীদের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় কেউ তাঁকে আটকে রাখেননি, বরং পুলিশই দরজা বন্ধ করে দিয়েছিল। অন্তঃসত্ত্বার দিদি ফোন করে বিষয়টি জানানোর পর, তাঁকে বের করার সর্বোচ্চ চেষ্টা করা হয়। যদিও শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় তাঁকে বিকাশ ভবন থেকে উদ্ধার করা হয়।

নিয়োগে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্ট ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে, ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরি হারান। নানা টানাপোড়েনের পর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষকেরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং তাঁদের বেতনও দেওয়া হবে। তবে অশিক্ষক কর্মীরা আপাতত চাকরিহীন অবস্থায় রয়েছেন। নতুন করে পরীক্ষার ব্যবস্থা করতে হবে এসএসসিকে, তবে ‘যোগ্য’ চাকরিহারারা আর পরীক্ষায় বসতে চান না। তাঁদের দাবি আদায়ের জন্য তাঁরা বিকাশ ভবনে টানা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

Comments are closed.