Kolkata Fire : ফের শহরে অগ্নিকান্ড! খাস কলকাতায় বহুতলে আগুন, দাউদাউ করে জ্বলছে অফিস বিল্ডিং!

7

ডিজিটাল ডেস্ক, ১৭ মে : এজেসি বোস রোডের এক অফিস বিল্ডিংয়ে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। শনিবার দুপুর তিনটে নাগাদ মিন্টো পার্কের কাছে ওই বহুতল থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখেন পথচারীরা (Kolkata Fire)। দেখা যায়, ৬ তলার এসি ইউনিট থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে। ঘটনার খবর পেয়েই দমকল বিভাগে তৎপরতা শুরু হয়। দ্রুত দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিল্ডিংটি একটি অফিস হিসেবে ব্যবহৃত হয়। তবে শনিবার ছুটির দিন হওয়ায় সেখানে কর্মীরা উপস্থিত ছিলেন না, ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

২২৪ নম্বর এজেসি বোস রোডের একটি বহুতলের এসিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ৬ তলায় একের পর এক এসি দাউদাউ আগুনে পুড়তে থাকে, ফলে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে ওঠে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের তীব্র পরিশ্রম করতে হয়। আগুন নেভানোর জন্য এজেসি বোস রোড সংলগ্ন ফ্লাইওভার থেকে জল ছুঁড়ে দেওয়া হয়, পাশাপাশি অতিরিক্ত দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও কিছু জায়গায় এখনও ‘পকেট ফায়ার’ রয়েছে। দমকলের তরফ থেকে অবিরত জল সরবরাহ চালিয়ে যাওয়া হচ্ছে।

দমকলের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড ঘটেছে, এবং এসিতে আগুন লাগার ফলে তা দ্রুত ভয়াবহ রূপ নেয়। তবে শনিবার অফিস ছুটি থাকায় প্রাণহানি এবং বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। আগুনে এসিগুলির ব্যাপক ক্ষতি হয়েছে। দমকল আধিকারিকরা জানিয়েছেন, বহুতলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যালোচনা করা হবে। দিনদুপুরে এই ঘটনার ফলে আতঙ্ক ছড়িয়েছে। ফ্লাইওভারের উপর একে একে গাড়ি দাঁড়িয়ে পড়ে, আর পথচারীরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

Comments are closed.