ISIS Terrorists Arrested From Hyderabad : ভারতে জাল ছড়িয়েছে ISIS! হায়দরাবাদে গ্রেফতার ২ ISIS জঙ্গি, বানচাল নাশকতার ছক

9

ডিজিটাল ডেস্ক, ১৯ মে : হায়দরাবাদে বড়সড় বিস্ফোরণের পরিকল্পনা বানচাল! যৌথ অভিযানে আইসিস-যোগ সন্দেহে দু’জনকে গ্রেফতার করল অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে বিজয়নগর থেকে সিরাজকে আটক করা হয় (ISIS Terrorists Arrested From Hyderabad)। তার জেরায় উঠে আসে সমীরের নাম। এরপর হায়দরাবাদ শহরে লুকিয়ে থাকা সমীরকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তারা শহরে বিস্ফোরণের ছক কষছিল। তবে দুই রাজ্যের পুলিশের তৎপরতায় সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়।

তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি—সিরাজউর রহমান (২৯) ও সঈদ সমীর (২৮)। সিরাজ ভিজিনগরামের বাসিন্দা, আর সমীর হায়দরাবাদের স্থানীয় বাসিন্দা। জানা গেছে, তারা আইসিস সন্ত্রাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখত এবং সংগঠনের নির্দেশেই হায়দরাবাদে বোমা বিস্ফোরণের পরিকল্পনা করছিল। তবে পুলিশের তৎপরতায় সেই ষড়যন্ত্র বানচাল হয়ে যায়।

তেলেঙ্গানা ও অন্ধপ্রদেশ পুলিশের ইন্টেলিজেন্স বিভাগ জানতে পারে, সৌদি আরবের ISIS-মডেলের সঙ্গে যুক্ত দুই জঙ্গি শহরে লুকিয়ে রয়েছে। এমনকী তারা একাধিক জায়গায় বিস্ফোরণের পরিকল্পনা করছে। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, সিরাজ বিজয়নগরে বিপুল বিস্ফোরক সংগ্রহ করেছিল। তার বাড়ি থেকে অ্যামোনিয়া, সালফার-সহ একাধিক বিস্ফোরক উদ্ধার হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে আটক করে এবং পরে গ্রেফতার করে। জানা গেছে, সিরাজ ভিজিনগরাম থেকে বিস্ফোরকের সামগ্রী সংগ্রহ করেছিল। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, তারা দেশজুড়ে বড়সড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল। সিরাজ ইঞ্জিনিয়ারিং শেষ করে কর্মসংস্থানের চেষ্টা করছিল, আর সমীর একটি লিফট অপারেটিং সংস্থায় কর্মরত ছিল।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই ২ জন অল হিন্দ ইত্তেহাদুল মুসলিমিন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। সেই সংগঠনের মাধ্যমেই তাঁরা তৈরি করছিল সন্ত্রাসী হামলার পরিকল্পনা। জেরায় জানা গিয়েছে, সৌদি আরবের আইসিস মডিউল থেকে তাদের হামলা চালানোর যাবতীয় নির্দেশ দেওয়া হচ্ছিল। হায়দরাবাদে কীভাবে বোমা বিস্ফোরণ করতে হবে, সেই নির্দেশও দিচ্ছিল আইসিস জঙ্গিরা। আগে তাদের ‘ডামি’ বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল বলেই জানা গিয়েছে। ওই প্ল্যান সফল হলে, আরও বড়সড় হামলার ছক ছিল।

হায়দরাবাদে ISIS-যোগ সন্দেহে দুই জঙ্গির গ্রেপ্তারের পর শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। স্টেশন, বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পহেলগাঁও হামলার পর সীমান্তবর্তী রাজ্যগুলির পাশাপাশি দেশের বড় শহরগুলিতেও গোয়েন্দা সংস্থাগুলি তল্লাশি অভিযান চালাচ্ছে। এনআইএ পাঞ্জাবের ১৫টি স্থানে অভিযান পরিচালনা করেছে। এই পরিস্থিতির মধ্যেই হায়দরাবাদ থেকে দুই সন্দেহভাজন ISIS জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য ২০১৬ থেকে ভারতে সক্রিয় ISIS জঙ্গীরা, ২০১৯ সালে ISIS তাদের ভারতের শাখা তৈরী করে , ২০২০ সালে ISIS যে ভারতে সক্রিয় তার রিপোর্ট দেয় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। ২০২৪ সালে ISIS-এর ভারত শাখার প্রধান হরিশ ফারুকিকে গ্রেফতার করে ভারত, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করার সময় ধরা পড়ে ফারুকি। ফারুকির কাছ থেকে প্রচুর বিষ্ফোরক ও নাশকতার মানচিত্র পাওয়া যায়, ভারতের বিভিন্ন জায়গায় বিষ্ফোরণের ছক কষেছিল ISIS, ২০২৪ সালের আগস্টে ISIS জঙ্গী রিজওয়ান আলিকে গ্রেফতার করে এনআইএ, রিজওয়ান দিল্লিতে বড়সড় নাশকতার ছক কষছিল বলে দাবি এনআইএ-র।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ঘটে এক ভয়াবহ জঙ্গি হামলা, যেখানে প্রাণ হারান ২৬ জন নিরীহ মানুষ। এই নৃশংস ঘটনার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় নয়াদিল্লি। এরই অংশ হিসেবে ভারতীয় সেনা চালায় ‘অপারেশন সিঁদুর’, যার মাধ্যমে পাকিস্তান ও পাক-অধীকৃত কাশ্মীরে থাকা ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়। পাশাপাশি, জম্মু ও কাশ্মীরসহ দেশের বিভিন্ন অঞ্চলে জঙ্গি ও সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি অভিযান আরও তীব্র করা হয়েছে। এরই মধ্যে দেশের একাধিক স্থান থেকে পাকিস্তানি গুপ্তচর গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। সর্বশেষ, বড়সড় নাশকতার ছক বানচাল করে পুলিশের হাতে ধরা পড়েছে দুই আইএসআইএস জঙ্গি।

Comments are closed.