ডিজিটাল ডেস্ক, ১৯ মে : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ফিক্সড ডিপোজিটের সুদের হার কমাল (SBI cuts Fixed Deposit Interest Rate)। স্থায়ী আমানতে ০.২ শতাংশ সুদের হার হ্রাস করা হয়েছে, যা ১৬ মে থেকে কার্যকর হয়েছে। এই পরিবর্তন সাধারণ ও প্রবীণ নাগরিক—উভয় ক্ষেত্রেই প্রভাব ফেলবে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তাদের সব স্থায়ী আমানতের স্কিমে নতুন ২০ বিপিএস সুদের হার কমানোর সিদ্ধান্ত বাস্তবায়িত করেছে। ব্যাঙ্কের সাম্প্রতিক সুদ কমানোর ইতিহাস বলছে, গত মাসেই SBI ফিক্সড ডিপোজিটের সুদ কমিয়েছিল—১৫ এপ্রিল এই পরিবর্তন কার্যকর হয়েছিল। ঠিক এক মাস পর, SBI আবারও সেই পথেই হাঁটল, যা গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক পরিবর্তন আনতে পারে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তাদের সকল মেয়াদে ২০ বিপিএস সুদের হার কমিয়েছে। এই পরিবর্তনের ফলে সাধারণ নাগরিকরা ৩ কোটি টাকার কম পরিমাণের এফডিতে বার্ষিক ৩.৩০% থেকে ৬.৭০% সুদের হার পাবেন, তবে বিশেষ এফডি স্কিমের ক্ষেত্রে এই হার প্রযোজ্য নয়। এর আগে SBI ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের জন্য ৩.৫০% থেকে ৬.৯% সুদের হার অফার করেছিল, যা এখন সংশোধিত হয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তাদের বিশেষ এফডি স্কিম ‘অমৃত বৃষ্টি’তে সুদের হার ২০ বিপিএস কমিয়েছে। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, ৪৪৪ দিনের নির্দিষ্ট মেয়াদে এই স্কিমের সুদের হার ৭.০৫% থেকে সংশোধিত হয়ে ৬.৮৫% করা হয়েছে।
Comments are closed.