GAURAV GOGOI : গৌরব ইস্যুতে নয়া মোড়, অসম ছাড়িয়ে জাতীয় স্তরে পৌঁছাল গৌরব বিবাদ

17

GAURAV GOGOI : পাক গোয়েন্দা সংস্থা আইএসআইর আমন্ত্রণে পাকিস্তান গিয়েছিলেন যোরহাটের সাংসদ গৌরব গগৈ। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার গুরুতর এই অভিযোগের পর এবার পক্ষে-বিপক্ষে শুরু হয়েছে রাজনৈতির তরজা।
গৌরব ইস্যুতে নয়া মোড়
অসম ছাড়িয়ে জাতীয় স্তরে পৌঁছাল গৌরব বিবাদ
গৌরবের পক্ষে সওয়াল আরজেডি সাংসদ মনোজ ঝাঁর
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের কড়া সমালোচনায় মনোজ

আবার একই ইস্যুতে মুখ্যমন্ত্রীর পক্ষ নিয়ে গৌরবকেই বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। তিনি পাকিস্তান গিয়েছিলেন কিনা কেন স্পষ্ট করছেন না গৌরব। এপ্রশ্ন তোলে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র বলেন, ‘এখন ১ শতাংশ মেনে নিয়েছেন গৌরব। ধীরে-ধীরে বাকি ৯৯ শতাংশ তথ্যও সামনে আসবে। কোনও রহস্য নেই, জলের মতো স্পষ্ট সব।’

এখানেই শেষ নয়, ৩৫ বছরের রাজনৈতিক জীবনে তথ্য ছাড়া মুখ্যমন্ত্রী কখনও কোনও মন্তব্য করেননি বলেও জোর গলায় জানান রাজ্যসভার সাংসদ পবিত্র। সম্প্রতি যোরহাটের সাংসদ গৌরব গগৈয়ের বডি ল্যাঙ্গুয়েজ একদম বদলে গেছে এটা উল্লেখ করে পবিত্র বলেন। যদিও নির্বাচিত কোনও জনপ্রতিনিধিকে নিয়ে এমন মন্তব্য করে মুখ্যমন্ত্রী রীতিমতো অপরাধ করেছেন বলে গুরুতর অভিযোগ করেন রাষ্ট্রীয় জনতা দল সাংসদ মনোজ ঝাঁ।

গুডউইল মিশনের অন্যতম মনোনীত সদস্য ছিলেন গৌরব। কেন্দ্র সরকারের নির্দেশেই তৈরি করা হয়েছিল তালিকা। সেই তালিকায় থাকা এক সদস্যকে নিয়ে এমন বেফাঁস মন্তব্য করে কেন্দ্র সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী, এমনটাই মন্তব্য আরজেডি সাংসদ মনোজের।

পাক গোয়েন্দা সংস্থা আইএসআই’র আমন্ত্রণে পাকিস্তান গিয়েছিলেন গৌরব। মুখ্যমন্ত্রীর এই অভিযোগের জবাব দিতে গিয়ে রবিবার খোলস ছেড়ে বেরিয়ে আসেন যোরহাটের সাংসদ গৌরব এবং মুখ্যমন্ত্রীর ৯৯ শতাংশ কথাই ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। এখানেই শেষ নয়, তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তথ্য প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ গৌরবের।

মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এবং গৌরব গগৈয়ের এই দ্বৈরথ সেপ্টেম্বর নয়, ২৬ এর বিধানসভা নির্বাচন পর্যন্ত যে চলবে এটা জোর দিয়েই বলা যেতে পারে।

Comments are closed.