Pakistan Targeted Golden Temple : স্বর্ণমন্দির ধ্বংস করতে চেয়েছিল পাকিস্তান? জানাল ভারতীয় সেনাবাহিনী

39

ডিজিটাল ডেস্ক, ১৯ মে : পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করতে ভারতীয় সেনা যখন ‘অপারেশন সিঁদুর’ শুরু করে, ঠিক তার পরেই ৭-৮ মে রাতের মধ্যে অমৃতসরের স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায় পাকিস্তানি সেনা (Pakistan Targeted Golden Temple)। সোমবার এ তথ্য জানান সেনাবাহিনীর ১৫ নম্বর ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি।

তিনি আরও জানান, হামলার আশঙ্কা আগে থেকেই ছিল, তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বর্ণমন্দিরকে ‘নিরাপত্তার ছাতায়’ ঘিরে ফেলা হয়েছিল। ফলে হামলার চেষ্টা হলেও মন্দিরের কোনও ক্ষয়ক্ষতি হয়নি, সামান্য আঁচও লাগেনি।

সোমবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সেনা আধিকারিক মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি জানান, পাকিস্তানের কোনও নির্দিষ্ট লক্ষ্য ছিল না, তাই তারা বেছে নিতে পারে এমন নাগরিক এলাকা বা ধর্মীয় স্থানকে। তাঁর কথায়, “আমরা জানতাম পাকিস্তানের নির্দিষ্ট কোনও লক্ষ্যবস্তু নেই। তাই অনুমান করেছিলাম, তারা ভারতীয় সেনাঘাঁটি, সাধারণ নাগরিক বা এমনকি ধর্মীয় স্থানেও হামলা চালাতে পারে।” তিনি আরও জানান, “আমরা আগেভাগেই স্বর্ণমন্দিরকে আধুনিক আকাশ প্রতিরক্ষা প্রযুক্তির সুরক্ষায় ঢেকে ফেলেছিলাম, যার ফলে হামলার চেষ্টা ব্যর্থ হয়।”

২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের প্রাণহানির ঘটনার পরই ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ৭ মে, পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করার উদ্দেশ্যে। সেনা আধিকারিক মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি জানিয়েছেন, “৮ মে গভীর রাতে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করে।” তিনি আরও বলেন, ভারতীয় সেনা সেই হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছিল। ফলত, প্রতিটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়। তাঁর কথায়, “স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তান যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, আমাদের সজাগ সেনাবাহিনী সেগুলি গুলি করে নামিয়ে দেয়। আমাদের পবিত্র স্বর্ণমন্দিরে একটিও আঁচড় পড়তে দেয়নি।” সেনাবাহিনীর পক্ষ থেকে এদিন দেখানো হয়েছে পাকিস্তানের হামলার সেই চেষ্টা কীভাবে রুখে দেওয়া হয়েছে, তার একটি ‘ডেমনস্ট্রেশন’ও।

এর আগে দেশের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছিল, পাকিস্তান সেনা ভারতের একাধিক সেনাঘাঁটি ও শহরকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়, তবে তা সম্পূর্ণ ব্যর্থ করা হয়েছে। মন্ত্রকের দাবি অনুযায়ী, অমৃতসর, জম্মু, শ্রীনগর, পঠানকোট, জলন্ধর, লুধিয়ানা, চণ্ডীগড় এবং ভুজ—এই সমস্ত স্থানে হামলার পরিকল্পনা ছিল পাকিস্তানের।

কাশ্মীর অঞ্চলে বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছিল বলে উল্লেখ করেছে প্রতিরক্ষা মন্ত্রক। তবে ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সজাগ তৎপরতায় সেই হামলার সমস্ত প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়।