Super Numerary Post Calcutta High Court : সুপার নিউমেরারি পদে নিয়োগে স্থগিতাদেশ বহাল, সিঙ্গল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করল না হাই কোর্ট
ডিজিটাল ডেস্ক, ২০ মে : উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদে নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চের রায়ের অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রেখেছে। মঙ্গলবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানায়, আপাতত সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না (Super Numerary Post Calcutta High Court)।
গত ৭ মে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ সুপার নিউমেরারি পদে নিয়োগ স্থগিত রাখার নির্দেশ দেয়। তিনি স্পষ্টভাবে জানান, আপাতত অতিরিক্ত শূন্যপদে কোনও নিয়োগ করা যাবে না। এই রায়ের বিরুদ্ধে রাজ্য হাই কোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করে।
উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের উদ্দেশ্যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল রাজ্য। তবে ২০২২ সালের ডিসেম্বর মাসে সুপার নিউমেরারি পদ তৈরির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে হাই কোর্ট।
সম্প্রতি ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট রাজ্যের এই সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করেনি। সেই নির্দেশের ভিত্তিতে গত মাসে রাজ্য হাই কোর্টে আবেদন করে, যাতে সুপার নিউমেরারি পদে নিয়োগের অনুমতি দেওয়া হয়। কিন্তু ৭ মে আদালত এই পদে নিয়োগের ওপর স্থগিতাদেশ বহাল রাখে। মঙ্গলবার, উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চও সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশ বহাল রেখেছে।
Comments are closed.