Howrah Station Train Cancel : সিগন্যালে বিভ্রাট, বাতিল প্রায় ২০০ লোকাল-সহ একাধিক এক্সপ্রেস

22

ডিজিটাল ডেস্ক, ২০ মে : সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যালিং সিস্টেমে বড়সড় গোলযোগ দেখা দিয়েছে, যার ফলে প্রায় সব ট্রেন আটকে পড়েছে। লোকাল থেকে দূরপাল্লার ট্রেন—এই রুটের সমস্ত ট্রেনই মাঝপথে থমকে গেছে। সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি ইন্টারলকিংয়ের কাজ সম্পন্ন হলেও সেটি সম্পূর্ণ বিকল হয়ে পড়েছে। দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকদের মতে, নতুন করে সংস্কার না হলে এই শাখায় পরিষেবা পুনরায় চালু করা সম্ভব নয় (Howrah Station Train Cancel)।

ট্রেন না পেয়ে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। অফিসযাত্রী থেকে দূরপাল্লার যাত্রী, সকলেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিগত কয়েক বছর ধরে হাওড়া-শিয়ালদহের পাশাপাশি সাঁতরাগাছি থেকেও বহু দূরপাল্লার ট্রেন ছাড়ে। তবে, বেশ কিছু ট্রেন বাতিল হয়ে যাওয়ায় প্রচণ্ড গরমে যাত্রীরা বিপাকে পড়েছেন। কেউ কেউ গতকাল রাত থেকেই হাওড়া স্টেশনে অপেক্ষা করছেন, কিন্তু ট্রেন কখন ছাড়বে, তা এখনও অনিশ্চিত। এদিকে, সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নন-ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়েছে, যা সমস্যার সমাধানে সহায়ক হতে পারে।

অন্যদিকে, রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নন-ইন্টারলকিংয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। কাজ সম্পন্ন হলেই দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। তবে এই কাজের ফলে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটেছে। ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত হাওড়া-খড়গপুর শাখায় প্রায় ২০০ লোকাল ও একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

Comments are closed.