ডিজিটাল ডেস্ক, ২১ মে : আগামী রবিবার ইউপিএসসির প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অতিরিক্ত মেট্রো পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ২৫ তারিখ আপ ও ডাউন মিলিয়ে মোট ১৩৮টি মেট্রো চালানো হবে। সাধারণত সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হলেও, এদিন তা সকাল ৭টা থেকে চালু করা হবে। সকাল ৯টা পর্যন্ত প্রতি ৩০ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। এরপর থেকে প্রতিদিনের নিয়ম অনুযায়ী মেট্রো পরিষেবা চলবে (Kolkata Metro News)।
সাধারণত সপ্তাহান্তে মেট্রো পরিষেবা সকাল ৯টা থেকে শুরু হয়, তবে আসন্ন রবিবার ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে সকাল ৭টা থেকে মেট্রো পরিষেবা চালু হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে পরিষেবা আগে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো সূত্রে জানা গেছে, সে দিন আপ এবং ডাউন মিলিয়ে মোট ১৩৮টি মেট্রো চলবে, প্রতিটি দিকের জন্য ৬৯টি।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে প্রথম মেট্রো সকাল ৯টার পরিবর্তে সকাল ৭টায় চালু হবে। এছাড়া, নোয়াপাড়া থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রোও সকাল ৭টা থেকেই পাওয়া যাবে। তবে রাতের শেষ মেট্রো পরিষেবার সময়ে কোনো পরিবর্তন আনা হয়নি।
প্রতি সপ্তাহের মতোই—
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো রাত ৯টা ২৭ মিনিটে ছাড়বে।
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মেট্রো রাত ৯টা ৩৩ মিনিটে চলবে।
- কবি সুভাষ থেকে দমদমের শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাবে।