Weather Report: রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির জেরে অনেকটাই নামল তাপমাত্রা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা
ডিজিটাল ডেস্ক, ২২ মে: দক্ষিণবঙ্গের উপর দিয়ে বয়ে চলা তীব্র গরমে আপাতত কিছুটা স্বস্তিতে রাজ্যবাসী। বৃহস্পতিবার সকালেও আকাশ আংশিক মেঘলা ছিল কলকাতায়। রাতভর বৃষ্টির জেরে শহরের তাপমাত্রা এক ধাক্কায় নেমে এসেছে অনেকটাই। বুধবার যেখানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার তা কমে হয়েছে ২২.৪ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা এ দিনও ৩৫ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে। মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়াতেও ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা। এই জেলাগুলিতে ঝড়ের বেগ ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে, ফলে জারি কমলা সতর্কতা।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও একই চিত্র। আটটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও, দার্জিলিং, দুই দিনাজপুর ও মালদহে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দমকা হাওয়ার বেগ উত্তরবঙ্গের জেলাগুলিতে ৫০ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পর্যন্ত এমন পরিস্থিতি চলবে। তবে রবিবার থেকে সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলতে পারে বলেও জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
Comments are closed.