Train Service: অবশেষে স্বাভাবিকের পথে হাওড়া-খড়্গপুর শাখার ট্রেন পরিষেবা

20

ডিজিটাল ডেস্ক, ২২ মে: অবশেষে স্বাভাবিকের পথে দক্ষিণ-পূর্ব রেলের [South Eastern Railway] হাওড়া [Howrah] থেকে খড়্গপুর [Kharagpur] শাখার ট্রেন পরিষেবা । সাঁতরাগাছি [Santragachi] ইয়ার্ডে নন-ইন্টারলকিং সিগন্যালিং সিস্টেমের বিভ্রাটের কারণে সোমবার থেকে খড়্গপুরগামী ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছিল , যার ফলে দূরপাল্লার ও লোকাল ট্রেন বাতিলসহ বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়। মঙ্গলবার চরমে পৌঁছয় যাত্রী ভোগান্তি। তবে বৃহস্পতিবার হাওড়া স্টেশনে ভিন্ন চিত্র দেখা গেছে।

ছবি: হাওড়া স্টেশন


রেল সূত্রে খবর, যদিও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিষেবা, তবে বেশিরভাগ ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বিগত তিন দিনে মেল ও এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়, কিছু ট্রেন খড়্গপুর থেকে চালানো হয়। হাওড়া থেকে নির্ধারিত ট্রেনগুলোর সময় পরিবর্তন করা হয়, যার ফলে কিছু ট্রেন ১০-১৫ ঘণ্টা দেরিতে ছাড়ে, যার ফলে বিপাকে পড়েন বহু যাত্রী।


সাঁতরাগাছিতে [Santragachi] ইন্টারলকিং ও নন-ইন্টারলকিংয়ের কাজ ৩০ এপ্রিল শুরু হয় এবং ১৮ মে পর্যন্ত প্রতিদিনই বহু ট্রেন বাতিল ও রুট পরিবর্তন করা হয়। তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও বিগত তিন দিন যাত্রীদের দুর্ভোগ কমেনি।
রেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার ৩০টি, মঙ্গলবার ২৫টি এবং বুধবার ১৭টি ট্রেনের সময় পরিবর্তন করা হয়। পরিস্থিতি ধাপে ধাপে স্বাভাবিক করার প্রচেষ্টা চলেছে, বৃহস্পতিবার প্রায় নিয়ন্ত্রণে পরিস্থিতি । ফলে যাত্রীদের মধ্যে ফিরেছে স্বস্তি, হাওড়া স্টেশনে অপেক্ষমান যাত্রীদের সংখ্যা আগের তুলনায় অনেক কম।

Comments are closed.