ACCIDENT: একাধিক সড়ক দুর্ঘটনা অসমের বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকায়

6

ACCIDENT: অসমের বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকায় একাধিক সড়ক দুর্ঘটনা। বরাকের শ্রীভূমি জেলায় গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি। ডবকায় বাইক দুর্ঘটনায় ১ জন নিহত এবং অন্য একজন জখম হন। গুয়াহাটিতে ডিভাইডারে উঠে পড়ল বিশাল ট্রাক।

একাধিক সড়কর দুর্ঘটনা অসমের বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকায়। শ্রীভূমি জেলার তেলিখালোপারে সড়ক দুর্ঘটনায় একটি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে হয়ে ওঠে পরিস্থিতি। অন্যদিকে, ডবকায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত ২ জনের একজন পরে মারা যান। গুয়াহাটি মহানগরীর জু রোডে গণেশগুড়ি উড়ালপুলে ডিভাইডারে উঠে পড়ল ১৬ চাকার ট্রাক।

শ্ৰীভূমি জেলার তেলিখালোপার এলাকায় গাড়ির ধাক্কায় ১ পথচারীর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাইপাস থেকে কালীগঞ্জ সংযোজক রাস্তা অবরোধ করে। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান রানু নমশূদ্ৰ। কালীগঞ্জ সংযোজক রাস্তায় স্টার ইটভাটার কাছে রাত নটা নাগাদ ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার জেরে বিকট আওয়াজ শুনে ছুটে আসেন লোকজন। তাঁদের নজরে পড়ে রানু নমশূদ্রের রক্তাক্ত দেহ রাস্তায় পড়ে আছে। তারপই উত্তেজিত হয়ে ওঠে এলাকার মানুষ। ঘণ্টা খানেক ধরে রাস্তা অবরোৰধ করে জনতা।

এদিকে, ডবকার গাছতলা এলাকায় ভারত পেট্ৰোলিয়াম তেল ডিপোর কাছে ২৭ নম্বর জাতীয় সড়কে রাতে ভয়ঙ্কর দুৰ্ঘটনা। ২টি বাইকের তুমুল সঙ্ঘর্ষের জেরে ছিটকে পড়েন ২ বাইক আরোহী। অ্যাম্বুলেন্স ডেকে ২ জনকেই হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান রশিদ আহমেদ নামের একজন।

নিয়ন্ত্ৰণ হারিয়ে রাস্তার ডিভাইডারে উঠে এলো ১৬ চাকর ট্রাক। বুধবার রাতে গুয়াহাটির জু-রোডে গণেশগুড়ি উডালপুলের ডিভাইডারের উপরে উঠে পড়ল মালবাহী বিশাল ট্ৰাক। তবে, এঘটনায় কেউ আহত হয়নি। ট্রাকটি দীর্ঘ সময় ধরে ডিভাইডারে আটকে ছিল।

একজন প্রত্যক্ষদর্শী বিবরণ দেন ঘটনাটি সম্পর্কে। দুর্ঘটনার পর তিনিই ভিডিও করেন। ঘটনাটি সম্পর্কে তিনি বলেন, ২টি ট্রাকের একটি উড়ালপুলের ডিভাইডারে উঠে আসে। ট্রাকের গতি খুব বেশি ছিল না বলে জানান তিনি। পরে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিও ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুয়াহাটি সহ রাজ্যের প্রায় কোথাওই সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা না থাকায় সড়ক দুর্ঘটনা ঘটছে প্রায়ই। এসব দুর্ঘটনায় মানুষের প্রাণহানিও ঘটছে। অনেকেই জখম হচ্ছে। অনেক ক্ষেত্রেই চালকদের ত্রুটিতে ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে অঘটন ঘটাচ্ছেন চালকরা। এদের কড়া হাতে দমন করা জরুরি হয়ে পড়েছে।

Comments are closed.