Shankar Ghosh attacks Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে চার্লি চ্যাপলিনের সঙ্গে তুলনা টেনে কটাক্ষ বিধায়ক শংকর ঘোষের
ডিজিটাল ডেস্ক, ২২ মে: মুখ্যমন্ত্রীকে [Mamata Banerjee] নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষের [Shankar ghosh]। উত্তরবঙ্গের উদ্দেশে উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করলেন তিনি। মুখ্যমন্ত্রীকে ‘চার্লি চ্যাপলিনের মতো ভাঁড়’ বলে কটাক্ষ করলেন বিধায়ক শংকর ঘোষ। তার এই মন্তব্য়ের পর ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। এর আগেও বিধায়কের মন্তব্যে একাধিকবার উত্তপ্ত হয়েছে রাজনৈতিক মহল কিন্তু এই বার তার এই বক্তব্য রীতিমত সাড়া ফেলেছে।

চার্লি চ্যাপলিনের পরিচয়:
চার্লি চ্যাপলিন ছিলেন একজন ব্রিটিশ কৌতুকাভিনেতা , প্রযোজক, লেখক, পরিচালক এবং সুরকার যিনি ব্যাপকভাবে পর্দার সর্বশ্রেষ্ঠ কমিক শিল্পী এবং চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত।
চার্লি চ্যাপলিন বনাম আমেরিকা:
চার্লি চ্যাপলিন ছিলেন একজন স্বনির্ভর চলচ্চিত্র নির্মাতা; তিনি নিজের চলচ্চিত্রের প্রযোজনা, রচনা, সঙ্গীত এবং কোরিওগ্রাফি নিজেই করতেন, এবং অধিকাংশ শিল্পী ও কর্মী তাঁর অধীনে কাজ করতেন। তিনি এমনকি তাঁর নিজের বিতরণ কোম্পানির সহ-মালিক ছিলেন, যার ফলে বক্স অফিসের আয় সরাসরি তার কাছে যেত। তবে, তার রাজনৈতিক মতাদর্শের কারণে তিনি ১৯৪০-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিতর্কের মুখে পড়েন।
বিশেষ করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রতি তার সমর্থন এবং মার্কিন সরকারের নীতির সমালোচনা তাকে মার্কিন কর্তৃপক্ষের নজরে আনে। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI) এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI5 তার বিরুদ্ধে কমিউনিস্ট সংযোগের অভিযোগ তোলে, যদিও কোনও নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তার এই রাজনৈতিক অবস্থান তাকে মাকার্থি যুগের লিবারেলদের কাছ থেকে সমর্থন হারাতে বাধ্য করে, কারণ সে সময় কমিউনিজমের বিরুদ্ধে অবস্থান নেওয়াই ছিল রাজনৈতিক পরিচয়ের মাপকাঠি।
কর্মজীবনের সূচনা
১৮৯৭ সালে ‘দ্য এইট ল্যাঙ্কাশায়ার ল্যাড্স’ নামে একটি শিশুদের নাচের দলে যোগ দিয়ে চার্লি তার পেশাদার জীবন শুরু করেন। এরপর তিনি ‘শার্লক হোমস’ নাটকে অভিনয় করেন এবং ‘কেসির কোর্ট সার্কাস’ ভাউডেভিল দলে যোগ দেন। ১৯০৮ সালে ফ্রেড কার্নো প্যান্টোমাইম দলে যোগ দিয়ে ‘এ নাইট ইন অ্যান ইংলিশ মিউজিক হল’ স্কেচে ‘দ্য ড্রাঙ্ক’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।
চলচ্চিত্রে পদার্পণ ও ‘দ্য ট্রাম্প’ চরিত্রের উত্থান
১৯১৩ সালে ফ্রেড কার্নো কোম্পানির সাথে আমেরিকা সফরের সময়, ম্যাক সেনেটের কিস্টোন কোম্পানিতে চুক্তিবদ্ধ হন। ১৯১৪ সালে ‘কিড অটো রেসেস অ্যাট ভেনিস’ চলচ্চিত্রে প্রথমবারের মতো ‘দ্য ট্রাম্প’ চরিত্রে অভিনয় করেন, যা তার পরবর্তী চলচ্চিত্রগুলোর জন্য ভিত্তি স্থাপন করেন। এই চরিত্রটি ছিল একটি ভবঘুরের, যিনি তার অদ্ভুত পোশাক ও আচরণে দর্শকদের মনোযোগ আকর্ষণ করতেন।
চলচ্চিত্র নির্মাণ ও সৃজনশীলতা
চার্লি চ্যাপলিন কিস্টোন কোম্পানি ছেড়ে ১৯১৫ সালে এসানে স্টুডিওতে যোগ দেন। এখানে তিনি ‘দ্য ট্রাম্প’ (১৯১৫) ও ‘বার্লেস্ক অন কারমেন’ (১৯১৫) চলচ্চিত্রে অভিনয় করেন। পরবর্তীতে মিউচুয়াল কোম্পানি ফিল্ম কর্পোরেশনে যোগ দিয়ে ১২টি দুই-রিলার চলচ্চিত্র নির্মাণ করেন, যার মধ্যে ‘ওয়ান এএম’ (১৯১৬), ‘দ্য রিঙ্ক’ (১৯১৬), ‘দ্য ভ্যাগাবন্ড’ (১৯১৬) ও ‘ইজি স্ট্রিট’ (১৯১৭) উল্লেখযোগ্য।
জীবনাবসান
১৯৫২ সালে মার্কিন সরকার তাঁকে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে, ফলে তিনি সুইজারল্যান্ডে বসবাস শুরু করেন। ১৯৭৭ সালের ২৫ ডিসেম্বর সুইজারল্যান্ডের করসিয়ার-সুর-ভেভে তার মৃত্যুর মধ্য দিয়ে তাঁর জীবনাবসান ঘটে।
Comments are closed.