Paschim Medinipur: কাদায় আটকে গেল গাড়ির চাকা! গাড়িতেই তরুণীর প্রসব করালেন আশা কর্মী

7

ডিজিটাল ডেস্ক, ২২ মে: বেহাল রাস্তার মধ্যে কাদায় আটকে গেল গাড়ির চাকা। হাসপাতালে নিয়ে যেতে দেরি হওয়ায় গাড়িতেই প্রসব হল শিশুর। পশ্চিম মেদিনীপুরের নারায়নগরের পাকুড়সেনি গ্রাম পঞ্চায়েতের ঝোপগেরিয়া এলাকার ঘটনা। হাসপাতালে নিয়ে যাওয়া কার্যত দুষ্কর বুঝে রাস্তাতেই প্রসব করালেন আশাকর্মী।

বুধবার সকাল থেকে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন সন্তান সম্ভবা সোনালী সিং। বাড়ির লোকজন ছোট মারুতি গাড়ি দেখে তাকে চাপিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন হাসপাতালে। গাড়িতে চাপিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মাঝপথেই ঘটে বিপত্তি। কাদায় আটকে যায় গাড়ির চাকা। বহু চেষ্টার পরেও এগোনো সম্ভব হয়নি গাড়ির চাকা। এদিকে আরও বাড়ছিল প্রসব যন্ত্রণা। গাড়িতে ছিলেন পরিবারের লোকজনের পাশাপাশি আশাকর্মী। তবে হাসপাতালে যাওয়ার আগেই রাস্তাতেই সন্তানের জন্ম দেয় ওই প্রসূতি। রাস্তার উপর জমে থাকা কাদার জন্য পিছলে যাচ্ছিল গাড়ির চাকা। এরপর ওই মা এবং নবজাতককে অন্য গাড়িতে চাপিয়ে ভর্তি করা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে সুস্থ ও চিকিৎসাধীন রয়েছেন দুজনে। প্রস্তুতির প্রশিক্ষণ না থাকলেও আশা কর্মীর এই সাহসী পদক্ষেপ কে কুর্ণিশ জানিয়েছে স্বাস্থ্য দফতর।

বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা পরিষ্কার করা শুরু গ্রামবাসী। ট্রাক্টর, কোদাল দিয়ে রাস্তা পরিষ্কারে হাত লাগায় গ্রামের মানুষজন। নিজের বাড়ির কাছে ঢালাই রাস্তার উপর জমে থাকা পরিষ্কার করেন নবজাতকের বাবা। প্রসঙ্গত এই বর্ষার সময় রাস্তায় জমে থাকা মাটি কাদায় পরিণত হয়েছে। গ্রামীণ রাস্তা ক্রমশই মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোনও সময়েই ঘটতে পারে দুর্ঘটনা।

অন্যপথে তারা মানসী সোনালি সিং ও নবজাতককে নিয়ে পৌঁছে যান বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা যায়, মা ও শিশু উভয়ই সুস্থ রয়েছেন। তবে আশা কর্মীর সাহসিকতা এবং কাজের প্রতি নিষ্ঠাকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

Comments are closed.