ডিজিটাল ডেস্ক, ২৩ মে : অপারেশন সিঁদুরের পর বিএসএফকে প্রশংসায় ভাসালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিএসএফের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কঠিন পরিস্থিতিতেও সীমান্তরক্ষা বাহিনী দেশের নিরাপত্তার দায়িত্ব দৃঢ়ভাবে পালন করেছে। বছরের পর বছর সীমান্তে অটল থেকে বিএসএফ প্রমাণ করেছে যে তারা বিশ্বের অন্যতম সেরা সীমান্ত সুরক্ষা বাহিনী (Amit Shah on BSF)।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “যখন আধাসেনার উপর সীমান্ত সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়, তখন সবচেয়ে কঠিন দুটি সীমান্তের দায়িত্ব বিএসএফের উপর পড়ে—একটি পাকিস্তানের, অন্যটি বাংলাদেশের। এই দুই সীমান্ত বিএসএফ সফলভাবে রক্ষা করেছে নিজেদের দক্ষতায়।” শাহের মতে, সীমান্ত সুরক্ষা ছাড়াও দেশের অভ্যন্তরে নানা বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও বিএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ। তাঁর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং পাচার রোধে বিএসএফের ‘ব্যর্থতা’ ও ‘বেনিয়ম’ নিয়ে তৃণমূল কংগ্রেস বিস্তর অভিযোগ তুলেছে। তবে বিএসএফের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে শাহ কার্যত সেই সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
শুক্রবার অপারেশন সিঁদুরের ভূয়সী প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মতে, কেন্দ্রের বিজেপি সরকারই পাকিস্তানকে যথাযথ জবাব দিতে সক্ষম। তিনি বলেন, “২০১৪ সালের আগে ভারত উপযুক্ত প্রতিক্রিয়া জানাতে পারত না। তবে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। তাঁর দৃঢ় ইচ্ছাশক্তির কারণে আজ ভারত যোগ্য জবাব দিতে শুরু করেছে।” শাহ উল্লেখ করেন, “২০১৪ সালের পর উরিতে আমাদের সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল, যার জবাবে আমরা শত্রুর ভূখণ্ডে প্রবেশ করে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করি। পুলওয়ামা হামলার পর আমরা বালাকোটে এয়ারস্ট্রাইক চালাই। এবার অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের ভেতরে প্রবেশ করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি।”