Donald Trump Threats Apple : আমেরিকায় তৈরি না করে আমেরিকায় আইফোন বেচলে ২৫ শতাংশ শুল্ক! হুঁশিয়ারি ট্রাম্পের

6

ডিজিটাল ডেস্ক, ২৩ মে : আমেরিকায় উৎপাদন না হলে মার্কিন বাজারে বিক্রি হওয়া আইফোনের উপর ২৫ শতাংশ শুল্ক ধার্য করা হবে—এমনই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump Threats Apple)। ট্রুথ সোশালে তিনি প্রকাশ্যে জানিয়েছেন যে আগেই অ্যাপলের সিইও টিম কুককে এই প্রস্তাব দেওয়া হয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, তিনি অনেক আগেই অ্যাপলের সিইও টিম কুককে অবগত করেছিলেন যে তাঁর প্রত্যাশা অনুযায়ী শুধুমাত্র আমেরিকায় নির্মিত আইফোনই মার্কিন বাজারে বিক্রি হবে। ভারতে বা অন্য কোথাও তৈরি হলে, অ্যাপলের উপর অন্তত ২৫ শতাংশ শুল্ক ধার্য করা হবে। তিনি আরও লেখেন, “এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ।”

ট্রাম্পের এই শুল্ক সংক্রান্ত সিদ্ধান্তের আইনি বৈধতা এখনও স্পষ্ট নয়। তবে তাঁর মন্তব্যের পরপরই অ্যাপলের শেয়ারমূল্য ২.৫ শতাংশ হ্রাস পেয়েছে। এখনও পর্যন্ত টিম কুকের সংস্থা এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। এদিকে, বছরখানেক আগে জানা গিয়েছিল যে অ্যাপল ভারতে তাদের ব্যবসা আরও সম্প্রসারণে আগ্রহী। সংস্থার পরিকল্পনায় ভারতীয় কর্মীদের নিয়োগের বিষয়টিও রয়েছে। অনুমান করা হচ্ছে, আগামী তিন বছরে অন্তত পাঁচ লক্ষ ভারতীয়কে নিয়োগ করবে তারা। শুধু নিয়োগই নয়, ভারতেই পণ্য উৎপাদনের ক্ষেত্রেও আগ্রহী অ্যাপল। আগামী ৪-৫ বছরে প্রায় তিন লক্ষ কোটি টাকার পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। কারণ ভারতে অ্যাপল পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ২০২৩ সালে এদেশে অ্যাপলের পণ্যের চাহিদা প্রায় দ্বিগুণ হয়েছে।

কিন্তু টিম কুকের সেই পরিকল্পনায় বাধ সেধেছেন ট্রম্প। অ্যাপেল সিইওর সঙ্গে বৈঠকের সময়ে তিনি স্পষ্ট বলেন, “তুমি আমার বন্ধু। তোমাকে সাহায্য করতে চাই। কিন্তু শুনছি তুমি নাকি গোটা ভারতজুড়ে উৎপাদন করতে চাইছ। আমার কিন্তু সেটা মোটেই পছন্দ নয়। চাইলে তুমি ভারতে অ্যাপেলের পণ্য তৈরি করতেই পারো। কিন্তু ভারতে শুল্কের হার খুব বেশি। তাই ভারতে অ্যাপেলের পণ্য বিক্রি করা খুব কঠিন।” এবার সরাসরি শুল্ক চাপানোর হুমকি দিলেন ট্রাম্প। আপাতত দেখার, এর জবাবে কী জানায় টেক জায়ান্ট।

Comments are closed.