ডিজিটাল ডেস্ক, ২৩ মে : আগামী বছর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি তুঙ্গে। একুশের নির্বাচনী ফলাফলের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিজেপি এবার আরও সতর্ক এবং আগেভাগে পরিকল্পনা করছে। এই পরিপ্রেক্ষিতে, ২৯ মে আলিপুরদুয়ারে জনসভা ও প্রশাসনিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর ৩১ মে রাতে কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah Coming to Kolkata)। দলীয় সূত্রে খবর, ১ জুন তিনি দিনভর একাধিক বৈঠকে ব্যস্ত থাকবেন এবং ১ জুন রাত অথবা ২ জুন সকালে দিল্লির উদ্দেশে রওনা দেবেন। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির এই তৎপরতা রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও সরগরম করে তুলবে বলে মনে করা হচ্ছে।
বিজেপি সূত্রের খবর অনুযায়ী, ৩১ মে রাতে দিল্লি থেকে দমদম বিমানবন্দরে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১ জুন তাঁর কর্মসূচি বেশ ব্যস্ত—সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার আলোচনার সম্ভাবনাও রয়েছে। জল্পনা চলছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সর্বস্তরের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে নির্বাচনী কৌশল নির্ধারণ করবেন শাহ। যদিও তাঁর কর্মসূচি সম্পর্কে এখনও বঙ্গ বিজেপি নিশ্চিতভাবে কিছু জানায়নি। এদিকে, ২৬ মে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার পরিষদীয় দলের বৈঠক আহ্বান করেছেন। মনে করা হচ্ছে, সেই বৈঠকে মোদি-শাহের সফর নিয়েই আলোচনা হবে। রাজনৈতিক মহলে এই সফরকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে।
আগামী ২৯ মে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন উপলক্ষে আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্যারেড গ্রাউন্ডে তিনি দুটি কর্মসূচিতে অংশ নেবেন—একটি জনসভা এবং অপরটি প্রশাসনিক বৈঠক। এই দুই অনুষ্ঠানের জন্য পৃথক মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মোদির জনসভার আয়োজনের দায়িত্বে থাকছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা ও জেলা বিজেপি নেতৃত্ব। এই সফরের পর ৩১ মে রাতে কলকাতায় পৌঁছতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরদিন, ১ জুন, তাঁর একাধিক কর্মসূচির সম্ভাবনা রয়েছে, যেখানে তিনি রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
Comments are closed.