Jyoti Malhotra Puri Visit : পুরীর মন্দির চত্বরে ড্রোন ওড়ান জ্যোতি? মহাকালেশ্বরেও গেছিলেন জ্যোতি? কোন উদ্দেশ্যে? চলছে জেরা

11

ডিজিটাল ডেস্ক, ২৪ মে : জানা গেছে ২০২৪ সালে পুরীর জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছিলেন জ্যোতি (Jyoti Malhotra Puri Visit)। যথারীতি ওই ভ্রমণের ভিডিও করেন তিনি। অভিযোগ, সেই সময় তিনি জগন্নাথ মন্দিরের আকাশে ড্রোন উড়িয়েছিলেন, নিরাপত্তার কারণে যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্রশ্ন দু’রকম। প্রথমত, নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে কীভাবে ড্রোন ওড়ালেন তিনি? দ্বিতীয়ত, কেন ওড়ালেন? তাহলে কি পুরীর জগন্নাথ মন্দিরে নাশকতার উদ্দেশ্য ছিল? এইসব বিষয়েই ইউটিউবার জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করতে চায় ওড়িশা পুলিশ। যদিও তৃতীয় প্রশ্ন তুলছেন অনেকে—জ্যোতি পুরীর জগন্নাথ মন্দিরের মতো সংবেদনশীল জায়গায় ড্রোন ওড়ালেন, সেই ভিডিও ইউটিউবের মতো সামাজিক মাধ্যমে আপলোড করলেন। তার লাখ লাখ ভিউ হল। অথচ পুলিশের নজরে পড়ল না!

পুরীর মন্দিরের মতোই মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরেও দর্শন করেছেন জ্যোতি, যার ভিডিও ইউটিউবে রয়েছে। ইতিমধ্যে মধ্যপ্রদেশ পুলিশ তাঁকে এক দফা জেরা করেছে। উজ্জয়িনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নীতেশ ভার্গব সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জ্যোতিকে জেরা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি। যেহেতু বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত, তাই প্রশাসন প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

গত বছরের এপ্রিলে ওড়িশার পাশাপাশি মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরেও দর্শন করেছিলেন জ্যোতি। উজ্জয়িনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নীতেশ ভার্গব সংবাদ সংস্থা পিটিআইকে জানান, পাঁচ সদস্যের একটি পুলিশ দল হরিয়ানায় গিয়ে তাঁকে জেরা করেছে। তবে এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি। নীতেশ ভার্গব আরও বলেন, “যেহেতু মহাকালেশ্বর মন্দির অত্যন্ত সংবেদনশীল স্থান, যেখানে প্রচুর পুণ্যার্থী আসেন, তাই জ্যোতি মলহোত্রার ভিডিও দেখার পর তাঁকে জেরা করার সিদ্ধান্ত নেওয়া হয়। একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে, যার পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হরিয়ানায় পুলিশের দল পাঠানো হয়।”এএসপি জানিয়েছেন, জ্যোতির উজ্জয়িনী সফর নিয়ে এখনও তেমন কিছু তথ্য পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাঁকে জেরা করা হচ্ছে। জাতীয় নিরাপত্তার বিষয়ে কোনও সন্দেহ থাকলে তদন্ত করা স্বাভাবিক বলেই মত প্রকাশ করেছেন তিনি। প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।

Comments are closed.