Spy Arrested From Gujrat : গুপ্তচরকে তথ্য পাচারের অভিযোগে গুজরাতের কচ্ছ থেকে গ্রেফতার স্বাস্থ্যকর্মী
ডিজিটাল ডেস্ক, ২৪ মে : পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে যোগসাজশের অভিযোগে গ্রেফতার হলেন আরও এক ব্যক্তি। গুজরাতের কচ্ছ এলাকা থেকে সহদেব সিংহ গিল নামে ওই যুবককে আটক করেছে রাজ্যের এটিএস (সন্ত্রাসদমন শাখা)। ধৃত যুবক পেশায় স্বাস্থ্যকর্মী, তবে অভিযোগ উঠেছে যে তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যুক্ত। আরও অভিযোগ, এক তরুণী গুপ্তচরের মাধ্যমে তিনি বিএসএফ (সীমান্তরক্ষী বাহিনী) এবং ভারতীয় নৌসেনার গোপন তথ্য পাচার করতেন। প্রথমে জানা গিয়েছিল, বিএসএফ ও বায়ুসেনার তথ্য পাচার করেছেন তিনি। কিন্তু পরে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বায়ুসেনা নয়, নৌসেনার গোপন তথ্য পাকিস্তানি চরকে পাচার করেছেন সহদেব (Spy Arrested From Gujrat)।
এটিএস সূত্রে জানা গেছে, গুজরাতের কিছু সংবেদনশীল এলাকার তথ্য পাকিস্তানি গুপ্তচরকে পাচার করেছেন সহদেব। তদন্তের স্বার্থে তাঁকে অহমদাবাদে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গুজরাত এটিএসের এসপি কে সিদ্ধার্থ জানিয়েছেন, বিএসএফ এবং ভারতীয় নৌসেনার সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে ওই স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সূত্র অনুযায়ী, ১ মে তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ২০২৩ সালের জুন-জুলাই মাসে হোয়াটসঅ্যাপে অদিতি ভরদ্বাজ নামে এক মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তিনি জানতে পারেন, ওই মহিলা আসলে পাকিস্তানি গুপ্তচর। তবুও তাঁদের মধ্যে যোগাযোগ বজায় ছিল বলে অভিযোগ উঠেছে।
জেরায় সহদেব দাবি করেছেন যে অদিতি নামে এক তরুণী তাঁকে বিএসএফ এবং নৌসেনার ঘাঁটির ছবি ও ভিডিও পাঠাতে বলেছিলেন, বিশেষত নতুন নির্মিত বা নির্মীয়মাণ ঘাঁটির। এটিএস সূত্রে জানা গেছে, তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই তরুণীকে এসব ছবি ও ভিডিও পাঠাতেন। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, ২০২৫ সালের শুরুতে নিজের আধার কার্ডের নথি দিয়ে মোবাইলের একটি সিমকার্ড কিনেছিলেন সহদেব এবং সেই সিমে ওটিপি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ চালু করেছিলেন। অভিযোগ, ওই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমেই তিনি পাকিস্তানি গুপ্তচর অদিতির সঙ্গে যোগাযোগ রাখতেন এবং সংবেদনশীল ছবি ও ভিডিও পাঠিয়ে দিতেন। তদন্তে আরও উঠে এসেছে যে তিনি অপরিচিত এক ব্যক্তির কাছ থেকে নগদে ৪০ হাজার টাকা পেয়েছিলেন। সেই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে সহদেবের মোবাইল ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যাতে আরও তথ্য পাওয়া যায়।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটে। এর পর থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ, যাদের অধিকাংশই হরিয়ানা, পঞ্জাব এবং উত্তরপ্রদেশের বাসিন্দা। এই অভিযোগে হরিয়ানার জ্যোতি মলহোত্রাকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। জানা গেছে, নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের এক অবাঞ্ছিত ঘোষিত আধিকারিকের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। অভিযোগ, ওই আধিকারিকের মাধ্যমে জ্যোতির পাক গুপ্তচরদের সঙ্গে সংযোগ তৈরি হয়েছিল। এই ঘটনার আবহে গুজরাত থেকেও আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
Comments are closed.