ডিজিটাল ডেস্ক, ২৪ মে : পুলিশের উর্দি চুরি করে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন এক সিভিক ভলেন্টিয়ার (Kasba Civic Dressed as Police)। কলকাতার কসবা এলাকায় এই ঘটনা প্রকাশ্যে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত নীরজ সিং-কে শুক্রবার পুলিশ গ্রেফতার করেছে। এরপর আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে, যার ফলে ৬ জুন পর্যন্ত তাঁকে জেলে থাকতে হবে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে, এবং পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।
পুলিশের উর্দি চুরি করে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন এক সিভিক ভলেন্টিয়ার। কলকাতার কসবা এলাকায় এই ঘটনা প্রকাশ্যে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত নীরজ সিং-কে শুক্রবার পুলিশ গ্রেফতার করেছে। এরপর আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে, যার ফলে ৬ জুন পর্যন্ত তাঁকে জেলে থাকতে হবে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে, এবং পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।
গত বৃহস্পতিবার রাতে কসবা এলাকার বাসিন্দারা ১০০ নম্বরে ফোন করে অভিযোগ জানান, এক সিভিক ভলেন্টিয়ার পুলিশের কনস্টেবলের উর্দি পরে তোলাবাজি করছেন। খবর পেয়েই কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নীরজ সিং নামে ওই সিভিক ভলেন্টিয়ারকে আটক করে, পরে তাঁকে গ্রেফতার করা হয়।
এদিন আদালতে নীরজের বিরুদ্ধে আরও বড় অভিযোগ তুলে ধরেন আইনজীবী। দাবি করা হয়, তিনি এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করেছিলেন। পাশাপাশি, তদন্তকারীরা আশঙ্কা করছেন যে ধৃত দু’জন ছাড়াও এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে।
সূত্রের খবর, এর আগেও নীরজের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে, যা তদন্তের পরিধি আরও বাড়িয়ে দিয়েছে। পুলিশ বর্তমানে এই মামলার গভীরে গিয়ে সংশ্লিষ্ট সমস্ত দিক খতিয়ে দেখছে।
বিজেপি এই ঘটনাকে কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যর্থতার প্রতিফলন বলে দাবি করেছে। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য অভিযোগ করেন যে, অনেক থানাতেই পুলিশের অনুমতিতে সিভিক ভলেন্টিয়াররা উর্দি পরে তোলাবাজি করেন, এবং ভোটের সময় ভোটারদের ভয় দেখানো ও কাউন্টিং সেন্টারে দাদাগিরি করার মতো ঘটনা ঘটে। সূত্র অনুযায়ী, নীরজ সিং জেরায় স্বীকার করেছেন যে, তিনি আগেও পুলিশের পোশাক পরে দাদাগিরি করেছেন। অন্যদিকে, তাঁর সহযোগী আসিফ সিভিল ড্রেসে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করতেন।
Comments are closed.