Murshidabad Chaos : সমবায় ভোট ঘিরে রণক্ষেত্র মুর্শিদাবাদ, উত্তপ্ত এলাকা, পুলিশের লাঠিচার্জ

21

ডিজিটাল ডেস্ক, ২৫ মে : মুর্শিদাবাদের দৌলতাবাদে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে যে বাম-কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে বারবার সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটে (Murshidabad Chaos)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, তবে তাতেও উত্তেজনা প্রশমিত হয়নি। এমনকি উর্দিধারী পুলিশকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। অবশেষে, আইনশৃঙ্খলা বজায় রাখতে র‍্যাফ মোতায়েন করা হয় এবং দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয়। এই সংঘর্ষে পুরো এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।

মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে ৪৩টি আসন রয়েছে। গত ভোটে সিপিএম ৪৩টি আসনে জয়লাভ করে। এ বছর ওই ৪৩টি আসনের মধ্যে সিপিএম ২১টি আসনে এবং কংগ্রেস ২২টি আসনে প্রার্থী দেয়।

শুরুর দিকে ভোট শান্তিপূর্ণ ভাবে চলছিল। এতে শাসক দলের কপালে চিন্তার ভাঁজ পড়ে। এর পরে তৃণমূলের আশ্রিত বহিরাগত গুণ্ডা বাহিনী লাঠিসোটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এমনকি ভোটাররা যাতে ভোটগ্রহণ কেন্দ্রে আসতে না পারে, সে জন্য বিভিন্ন জায়গায় পথ অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ উঠেছে।

সিপিএম-কংগ্রেস জোটের লোকজনকে বেপরোয়া ভাবে মারধর করার সময়ে পুলিশ কার্যত চুপ করে দাঁড়িয়ে ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যায় এবং লাঠি চার্জ করে। এতে সাময়িকভাবে দুষ্কৃতীরা ছত্রভঙ্গ হলেও তত ক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে।